রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ০৩:৫৮ অপরাহ্ন

টেকনাফে বিপুল মাদকসহ গ্রেফতার ৪

টেকনাফে বিপুল মাদকসহ গ্রেফতার ৪

স্বদেশ ডেস্ক:

কক্সবাজারের টেকনাফে গহীন পাহাড়ে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা, ফেনসিডিল ও দুটি দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে র‍্যাব। এসময় মাদক কারবারি রফিক প্রকাশ ওরফে বার্মাইয়া রফিকসহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার দিবাগত রাতে টেকনাফের হ্নীলা ইউনিয়নের রংগীখালী গহীন পাহাড় ও বড় হাবির পাড়া এলাকায় র্যাব এই অভিযান চালায়।

আজ শুক্রবার দুপুরে নিজস্ব কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান র‍্যাব ১৫ অধিনায়ক লে কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন।

 

অভিযানে পাহাড়ি এলাকায় বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৩ লাখ ১৪ হাজার ইয়াবা, ২ কেজি ক্রিস্টাল মেথ বা আইস, ২টি ওয়ান শুটার গান এবং ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

অন্যদিকে টেকনাফ সদর ইউনিয়নের হাবিরপাড়া এলাকার সৈয়দুর রহমান এর বসত ঘর থেকে পাঁচশ’ বোতল ফেনসিডিলসহ সৈয়দ এবং আজিজ নামে দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877