রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৬:৫২ অপরাহ্ন

‘এই সিনেমার পর মরে গেলেও আক্ষেপ থাকবে না’

‘এই সিনেমার পর মরে গেলেও আক্ষেপ থাকবে না’

স্বদেশ ডেস্ক:

আগামীকাল ১৩ই অক্টোবর প্রেক্ষাগৃহে আসছে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নির্ভর চলচ্চিত্র ‘মুজিব:একটি জাতীর রূপকার’। মুক্তি উপলক্ষে জোর প্রচারণাও চালাচ্ছেন সিনেমাটির সংশ্লিষ্টরা। প্রেসমিট থেকে শুরু করে সিনেমাটির পোস্টার নিয়ে ঢাকার রাস্তায় দাঁড়াতে দেখা গেছে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করা আরিফিন শুভকে। গত মঙ্গলবার সন্ধ্যায় সিনেমাটির মুক্তি উপলক্ষে রাজধানীর কাওরান বাজারের একটি পাঁচ তারকা হোটেলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এখানে উপস্থিত ছিলেন ছবি সংশ্লিষ্টরা। সংবাদ সম্মেলন থেকে জানানো হয়, আগামীকাল ১৫৩ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি। আর ২৭শে অক্টোবর মুক্তি পাবে ভারতে। এর বাইরেও বিশ্বের বিভিন্ন দেশে সিনেমাটি মুক্তির পরিকল্পনা চলছে। এ সিনেমায় যুক্ত হওয়া এবং অভিনয় প্রসঙ্গে শুভ বলেন, এই সিনেমার গল্পটাও আমি জানতে চাইনি। কারণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও নির্মাতা শ্যাম বেনেগালই আমার জন্য যথেষ্ট কাজটি করার জন্য।আমি এমন একটা মানুষের চরিত্রে অভিনয় করতে পেরেছি, যিনি লড়াই-সংগ্রামের মাধ্যমে একটি দেশকে স্বাধীন করেছেন। আর এই সিনেমার পর যদি আমি মরেও যাই বা আর কোনো সিনেমা করতে না পারি, তাতেও কোনো আক্ষেপ থাকবে না। সিনেমাটিতে বঙ্গবন্ধুর স্ত্রী শেখ ফজিলাতুন্নেছা মুজিবের চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা। এ ছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া।
অন্যদিকে রেণু চরিত্রে রূপদানকারী অভিনেত্রী দীঘিও সিনেমাটির মুক্তি ঘিরে দারুণ উচ্ছ্বসিত। উল্লেখ্য, ভারতীয় নির্মাতা শ্যাম বেনেগালের পরিচালনায় সিনেমাটিতে আরও অভিনয় করেছেন খায়রুল আলম সবুজ, দিলারা জামান, সায়েম সামাদ, শহীদুল আলম সাচ্চু, প্রার্থনা দীঘি, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, তৌকীর আহমেদ, সিয়াম আহমেদ, মিশা সওদাগর ও জায়েদ খান।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877