শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ০৬:০৮ পূর্বাহ্ন

একুশে পদকপ্রাপ্ত জিনাত বরকতউল্লাহ মারা গেছেন

একুশে পদকপ্রাপ্ত জিনাত বরকতউল্লাহ মারা গেছেন

স্বদেশ ডেস্ক:

একুশে পদক বিজয়ী নৃত্যশিল্পী ও অভিনয়শিল্পী জিনাত বরকতউল্লাহ মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বুধবার (২০ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর ধানমন্ডির নিজ বাসায় মৃত্যু হয়েছে এই নৃত্যশিল্পীর। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার মেয়ে অভিনেত্রী বিজরী বরকতউল্লাহ।

জিনাত বরকতউল্লাহ দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতার সাথে লড়াই করছিলেন। চলতি বছরের শুরুতে মস্তিষ্কে রক্তক্ষরণ এবং ফুসফুসে সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।

বরেণ্য এ নৃত্যশিল্পী স্বাধীনতা পরবর্তীকালে বাংলাদেশের সাংস্কৃতিক আন্দোলনের ধারায় নৃত্য চর্চার বিকাশে অনবদ্য ভূমিকা পালন করেন। এ অবদানের জন্য ২০২২ সালে তাকে একুশে পদক প্রদান করে বাংলাদেশ সরকার।

জিনাত বরকতউল্লাহ কেবল নৃত্য চর্চায় নয়, ১৯৮০ সালে বাংলাদেশ টেলিভিশনে প্রচার হওয়া ‘মারিয়া আমার মারিয়া’ নাটকে অভিনয়ের মাধ্যমে অভিনয়ে অভিষেক করেন। এরপর প্রায় ৮০টি টিভি নাটকে দেখা গেছে তাকে।

তার স্বামী নাট্যকার মোহাম্মদ বরকতুল্লাহ। এ নাট্যকার ২০২০ সালের ৩ আগস্ট করোনায় না ফেরার দেশে পাড়ি জমান। আর এবার নৃত্যশিল্পীও পাড়ি জমালেন পরপারে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877