স্বদেশ ডেস্ক:
আত্মিক প্রশান্তির খোঁজে তুরস্কের বিখ্যাত মসজিদ আয়া সোফিয়ায় গেলেন বলিউড অভিনেতা আফতাব শিবদাসানি।
এ সপ্তাহের শুরুতে ফটো অ্যান্ড ভিডিও শেয়ারিং প্লাটফর্ম ইনস্টাগ্রামে এ সংক্রান্ত কয়েকটি ছবি শেয়ার করে আফতাব নিজেই বিষয়টি নিশ্চিত করেন।
ওই পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, ‘ধর্ম নবীকে অনুসরণ করে। আধ্যাত্মিকতা নবুওয়ত অনুসরণ করে।’
ক্যাপশনের নিচে আফতাব ‘ভালোবাসা, শ্রদ্ধা ও শান্তি’র হ্যাশটাগ ব্যবহার করেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয়দের কাছে তার ওই পোস্টটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।
এদিকে, অভিনেতার শেয়ার করা এই ছবিগুলো দেখার পর বিপুল সংখ্যক মানুষ তার ধর্ম নিয়ে বিভ্রান্ত হয়ে পড়েছেন যে তিনি মূলত কোন ধর্মের অনুসারী; তিনি হিন্দু নাকি মুসলিম?
উল্লেখ্য যে আফতাব শিবদাসানি হিন্দু ধর্ম অনুসরণ করেন।
সূত্র : ডেইলি জংগ