রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ১১:২৩ পূর্বাহ্ন

পাকিস্তানে সরকার চালাচ্ছে সেনাবাহিনী: ইমরান

পাকিস্তানে সরকার চালাচ্ছে সেনাবাহিনী: ইমরান

স্বদেশ ডেস্ক:

পাকিস্তানে সরকার চালাচ্ছে সেনাবাহিনী। সরকার আর সেনাবাহিনী আলাদা নয়। ইসলামাবাদ হাইকোর্টে সাংবাদিকদের কাছে অনানুষ্ঠানিক কথোপকথনে এ কথা বলেছেন ইমরান খান। ওদিকে পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএলএন) নেতা মোহসিন শাহনাওয়াজ আদালতের উদ্দেশে বলেছেন, আমরা একটি বিচার বিভাগীয় সন্ত্রাসের জন্ম দিচ্ছি। তারা ইমরান খানকে সুবিধা দিচ্ছে। যেসব নেতা ইমরান খানের দল পিটিআই থেকে পদত্যাগ করেছেন তারা নতুন করে আলোচনা শুরু করেছেন। তাদের গতিবিধি দেখে মনে হচ্ছে, নতুন দল গঠন করতে পারেন।

ইমরান খানের তথ্যমন্ত্রীর দায়িত্ব পালন করা সাবেক তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী বলেছেন, দেশটাকে আসিফ আলি জারদারি ও নওয়াজ শরীফের হাতে তুলে দিতে পারি না। সব কিছু মিলে পাকিস্তানের রাজনীতিতে এক অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। এমন অবস্থায় বুধবার ইসলামাবাদ হাইকোর্টে জাতীয় জবাবদিহিতা বিষয়ক ব্যুরোর (এনএবি) দুর্নীতি মামলায় জামিন চাইতে হাজির হন ইমরান খান।আদালত তাকে ২০ দিনের জামিন বর্ধিত করেছে। সেখানে তিনি সাংবাদিকদের বলেন, বর্তমান পরিস্থিতিতে নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই।

দেশের স্বার্থে আমরা ক্ষমতাসীনদের আলোচনায় আমন্ত্রণ জানিয়েছি। সুপ্রিম কোর্ট বিল, ২০২৩ নামের নতুন বিলে প্রেসিডেন্ট স্বাক্ষর করেছেন। এতে বিলটি আইনে পরিণত হয়েছে। এ নিয়ে প্রেসিডেন্ট ড. আরিফ আলভির সঙ্গে ইমরান খানের মধ্যে সম্পর্কে ফাটল ধরেছে বলে গুজব ছড়িয়েছে। তা প্রত্যাখ্যান করেছেন ইমরান। বলেছেন, প্রেসিডেন্ট বিলটিতে স্বাক্ষর না করলেও বিলটি দু’দিন পরে আইনে পরিণত হতো।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877