স্বদেশ ডেস্ক:
পাকিস্তানে সরকার চালাচ্ছে সেনাবাহিনী। সরকার আর সেনাবাহিনী আলাদা নয়। ইসলামাবাদ হাইকোর্টে সাংবাদিকদের কাছে অনানুষ্ঠানিক কথোপকথনে এ কথা বলেছেন ইমরান খান। ওদিকে পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএলএন) নেতা মোহসিন শাহনাওয়াজ আদালতের উদ্দেশে বলেছেন, আমরা একটি বিচার বিভাগীয় সন্ত্রাসের জন্ম দিচ্ছি। তারা ইমরান খানকে সুবিধা দিচ্ছে। যেসব নেতা ইমরান খানের দল পিটিআই থেকে পদত্যাগ করেছেন তারা নতুন করে আলোচনা শুরু করেছেন। তাদের গতিবিধি দেখে মনে হচ্ছে, নতুন দল গঠন করতে পারেন।
ইমরান খানের তথ্যমন্ত্রীর দায়িত্ব পালন করা সাবেক তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী বলেছেন, দেশটাকে আসিফ আলি জারদারি ও নওয়াজ শরীফের হাতে তুলে দিতে পারি না। সব কিছু মিলে পাকিস্তানের রাজনীতিতে এক অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। এমন অবস্থায় বুধবার ইসলামাবাদ হাইকোর্টে জাতীয় জবাবদিহিতা বিষয়ক ব্যুরোর (এনএবি) দুর্নীতি মামলায় জামিন চাইতে হাজির হন ইমরান খান।আদালত তাকে ২০ দিনের জামিন বর্ধিত করেছে। সেখানে তিনি সাংবাদিকদের বলেন, বর্তমান পরিস্থিতিতে নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই।