স্বদেশ ডেস্ক:
উত্তর মেক্সিকোর বাজা ক্যালিফোর্নিয়ায় একটি কার রেসিং শো’তে গোলাগুলির ঘটনায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৯ জন। স্থানীয় পৌর মেয়র আরমান্দো আয়ালা রোবেলস এ তথ্য জানিয়েছেন।
শনিবার এনসেনাডা শহরের সান ভিসেন্টে এলাকায় অল টেরেন কার রেসিং শো চলাকালীন এ হামলার ঘটনা ঘটে।
রোববার ব্রিটেনভিত্তিক আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, শনিবার স্থানীয় সময় দুপুর ২টা ১৮ মিনিটের দিকে একটি ধূসর রঙা ভ্যান থেকে বড় বড় বন্দুক নিয়ে বেরিয়ে আসা কয়েকজন একটি গ্যাস স্টেশনে থাকা প্রতিযোগীদের লক্ষ্য করে গুলি ছোড়া শুরু করে।
মিউনিসিপ্যালও স্টেট পুলিশ, মেরিনস, ফায়ার ডিপার্টমেন্ট এবং মেক্সিকান রেড ক্রসসহ অন্যান্য সংস্থা ঘটনাস্থলে পৌঁছেছে বলেও জানানো হয়।
মেয়র রোবেলস বলেছেন, প্রাদেশিক অ্যাটর্নি জেনারেল রিকার্ডো ইভান কার্পিও সানচেজ গোলাগুলির ঘটনার তদন্তের জন্য একটি বিশেষ দল গঠন করেছেন।
সূত্র : রয়টার্স ও হিন্দুস্তান টাইমস