রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৭:৪২ অপরাহ্ন

করাচি মেয়র নির্বাচন : জামায়াত প্রার্থীকে সমর্থন ইমরানের দলের

করাচি মেয়র নির্বাচন : জামায়াত প্রার্থীকে সমর্থন ইমরানের দলের

স্বদেশ ডেস্ক:

পাকিস্তানের করাচি নগরীর মেয়র নির্বাচনে জামায়াতে ইসলামির প্রার্থীকে সমর্থন প্রদান করার কথা ঘোষণা করেছে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টি। টুইটারে পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) প্রার্থীকে রুখে দিতে তারা এই সিদ্ধান্ত গ্রহণ করে।

পিটিআই টুইটারে জানায়, পিপিপি মেয়রপ্রার্থী ভোট জালিয়াতি ও স্থানীয় সরকার প্রতিনিধিদের কিডন্যাপের সাথে জড়িত।

করাচির মেয়র পদে জামায়াতের মনোনীত প্রার্থী হাফিজ নাইমুর রহমানের প্রয়োজন ১৮৪ ভোটের। বর্তমানে জামায়াত ও পিটিআইয়ের সম্মিলিত ভোট সংখ্যা ১৯১টি। ফলে পিটিআইয়ের সমর্থন পেলে করাচি জামায়াতের আমির সহজেই মেয়র পদে নির্বাচিত হবেন বলে ধারণা করা হচ্ছে।

জানা গেছে, এই সমর্থনের বিনিময়ে পিটিআইকে ডেপুটি মেয়র পদটি দেয়ার প্রস্তাব দিয়েছে জামায়াতে ইসলামি।

হাফিজ নাইমুর জিও নিউজকে বলেছেন, ‘ডেপুটি মেয়রের পদটি পিটিআই গ্রহণ করলে আমরা খুশি হবো। আমরা একে অপরের ম্যানডেট গ্রহণ করব। দেয়া-নেয়ার বিষয় এটি।’

তিনি অভিযোগ করেন, পিপিপি এখন পিটিআই নেতাদের হয়রানি করছে, ঘুষ দিয়ে তাদের কেনার চেষ্টা করছে।
সূত্র : ডন

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877