স্বদেশ ডেস্ক:
ইউক্রেন ড্রোন দিয়ে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হত্যার চেষ্টা চালিয়েছে বলে দাবি করেছে রাশিয়া। তবে দেশটির এ দাবি অস্বীকার করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকিতে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট সাউলি নিনিস্তোর সঙ্গে সাক্ষাৎ করার আগে হেলসিংকিতে এক সংবাদ সম্মেলন করেন জেলেনস্কি। সেখানে পুতিনের ওপর হামলার অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, ‘আমরা পুতিন বা মস্কোকে আক্রমণ করি না, আমরা আমাদের ভূখণ্ডে লড়াই করি।’
ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ‘আমরা মস্কো বা পুতিনের ওপর হামলা চালাইনি। আমরা আমাদের ভূখণ্ডে লড়াই করছি। আমরা আমাদের গ্রাম এবং শহরকে রক্ষা করছি।’
তবে হামলার সময় ভ্লাদিমির পুতিন মস্কোর বাইরে নভো ওগারিয়োভো কার্যালয়ে ছিলেন এবং তিনি নিরাপদে আছেন বলেও জানায় সংবাদ সংস্থা রিয়া।
এক বিবৃতিতে ক্রেমলিন বলেছে, ক্রেমলিনে হামলাকারী ড্রোন দুটি ধ্বংস করে ভূপাতিত করা হয়েছে। তবে এতে কেউ হতাহত বা কোনো ক্ষয়ক্ষতিও হয়নি। প্রেসিডেন্ট পুতিন নিরাপদেই আছেন।
ড্রোন হামলা নিয়ে ক্রেমলিনের বিবৃতি প্রকাশের পরপরই রাজধানী শহর মস্কোজুড়ে ড্রোন ব্যবহার নিষিদ্ধ করেছেন মেয়র।