রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ০১:০৪ অপরাহ্ন

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৮ উগ্রবাদী নিহত

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৮ উগ্রবাদী নিহত

স্বদেশ ডেস্ক:

পাকিস্তানের জারমলান শহরে নিরাপত্তা বাহিনীর অভিযানে আট উগ্রবাদী নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে দুই সেনা কর্মকর্তা।

সোমবার আইএসপিআর এক বিবৃতিতে জানিয়েছে, নিরাপত্তা বাহিনী শনিবার দক্ষিণ ওয়াজিরিস্তানের জারমলান জেলায় একটি গোয়েন্দাভিত্তিক অভিযান পরিচালনা করে। এ সময় নিরাপত্তা বাহিনী ও উগ্রবাদীদের মাঝে তুমুল গুলি বিনিময় হয়। পরে নিরাপত্তা বাহিনীর গুলিতে আট উগ্রবাদী নিহত হয়। তাদের থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

পাকিস্তান সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ বলছে, নিহত সন্ত্রাসীরা নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডে এবং নিরীহ বেসামরিক নাগরিকদের হত্যার সাথে জড়িত ছিল।

সূত্র : আল আরাবিয়া

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877