রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৭:৪২ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রের কেনটাকি অঙ্গরাজ্যে গুলিতে নিহত ৫

যুক্তরাষ্ট্রের কেনটাকি অঙ্গরাজ্যে গুলিতে নিহত ৫

স্বদেশ ডেস্ক:

মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিপশ্চিমাঞ্চলের কেনটাকি অঙ্গরাজ্যের লুইসভিলে শহরের কেন্দ্রস্থলে বন্দুকধারীর গুলিতে অন্তত পাঁচজন নিহত ও আরও কয়েকজন আহত হয়েছেন। সোমবার এই গুলির ঘটনা ঘটেছে বলে নগর পুলিশ বিভাগ টুইটারে জানিয়েছে।

টুইটে বলা হয়েছে, সোমবার কেনটাকির বেজবল মাঠ স্লাগার ফিল্ডের কাছে বন্দুকধারীর গুলিতে পাঁচজন নিহত হয়েছেন। আমরা ইস্ট মেইনের ৩০০ ব্লকে সক্রিয় হামলাকারীর খবর নিশ্চিত করছি। দয়া করে ওই এলাকা থেকে দূরে থাকুন,’ টুইটে বলেছে পুলিশ।

দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই ও তাদের অ্যাজেন্টরা ঘটনাস্থলে যাচ্ছেন বলে জানানো হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বলছে, প্রায় ৬ লাখ ২৫ হাজার মানুষের শহরটির একটি ব্যাংকের কাছে পুলিশের তৎপরতা দেখা গেছে।

পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, কেনটাকির বেজবল মাঠ স্লাগার ফিল্ডের কাছে সক্রিয় বন্দুকধারীর গুলিতে পাঁচজন নিহত হয়েছেন এবং কমপক্ষে ছয়জন বিভিন্ন মাত্রায় আহত হয়েছেন।
আহতদের মধ্যে পুলিশের একজন কর্মকর্তা রয়েছেন। তাদের উদ্ধার করে লুইসভিলে বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তবে আহতদের অবস্থা আশঙ্কাজনক কি না তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি বলে জানিয়েছে সিএনএন।

ঘটনাস্থলে তাৎক্ষণিক এক সংবাদ সম্মেলনে কেন্টাকি পুলিশ বলছে, পুলিশের গুলিতে বন্দুকধারীও নিহত হয়েছেন। এই মুহূর্তে ওই এলাকায় আর কোনও ঝুঁকি নেই।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877