স্বদেশ ডেস্ক:
নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির উদ্যোগে কমিউনিটির বৃহত্তম ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কুইন্সের উডসাইডস্থ তিব্বতি সেন্টারে রোববার এ মাহফিলটি অনুষ্ঠিত হয়। এতে ৫ শতাধিক অতিথি অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সভাপতি রব মিয়া। পরিচালনা করেন সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী।
ইফতার পার্টি ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন নিউইয়র্কস্থ কনস্যুলেটের কনসাল জেনারেল ড.মনিরুল ইসলাম। এসময় প্রোটকল অফিসার আসিফ আহমেদসহ সাবেক ৬ জন সভাপতিসহ সংগঠনের অতীত কমিটিগুলোর অধিকাংশ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উপস্থিত সাবেক সভাপতিদের মধ্যে ছিলেন ডা. বিল্লাহ, আখতার হোসেন, ডা. ওয়াদুদ ভূইয়া, এম এ আজিজ, ডা. মইনুল ইসলাম ও নার্গিস আহমেদ। দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা আবু জাফর বেগ। এর আগে কেরাত প্রতিযোগিতায় প্রতিযোগী শিশু কিশোরদের মধ্যে পুরস্কার বিতরন করা হয়। অনুষ্ঠানের উক্ত পর্বটি পরিচালনা করেন মাওলানা শহিদুল্লাহ।
বাংলাদেশ সোসাইটির এই ইফতারে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গিয়াস আহমেদ, এটর্নী মইন চৌধুরী, নাসির উদ্দিন খান পল, মহিউদ্দীন দেওয়ান, শাহ নেওয়াজ, বেবি নাজনীন, আতাউর রহমান সেলিম, ফকরুল আলম, নুরুল আজিম, জসিম ভূইয়া, আহসান হাবিব, ফকরুল ইসলাম দেলোয়ার, জাহিদ মিন্টু, মিজবাহ মজিদ, আল আমীন রাসেল, রাফায়েল তালুকদার, মহাব্বত আকন্দ, আতাউল আলম, সরোয়ার খান বাবু, তোফায়েল আহমেদ চৌধুরী, মনজুর চৌধুরী, কাজি শামসুল হক, আজহারুল হক মিলন, গোলাম জিলানী, মোহাম্মদ আলী, আব্দুর রহিম হাওলাদার, রোকন হাকিম, রাব্বি মো. খোকন, ফারুক চৌধুরী, আমিনুল ইসলাম চৌধুরী, নওশেদ হোসেন, আবুল কালাম ভূইয়া, ডা. শাহনাজ লিপি, রিৎু মোহাম্মদ, ফয়সল আহমদ, মাইনুল উদ্দীন মাহবুব, ফারহানা চৌধুরী, বক্সার সেলিম প্রমুখ।