শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৫:৫৩ অপরাহ্ন

শচীনের যে রেকর্ড ভেঙে দিলেন কোহলি

শচীনের যে রেকর্ড ভেঙে দিলেন কোহলি

স্বদেশ ডেস্ক:

অস্ট্রেলিয়ার বিপক্ষে দিল্লি টেস্টে দারুণ এক মাইলফলক স্পর্শ করেছেন বিরাট কোহলি। ভারতীয় তারকা আন্তর্জাতিক ক্রিকেটে ২৫ হাজার রান পূরণ করেছেন। আর এই কীর্তি গড়তে তিনি ছাপিয়ে গেছেন শচীন টেন্ডুলকার, রিকি পন্টিংদের।

সবচেয়ে কম ইনিংস খেলে আন্তর্জাতিক ক্রিকেটে ২৫ হাজার রান করলেন কোহলি। এই রেকর্ড গড়তে শচীনের লেগেছিল ৫৭৭ টি ইনিংস। তবে ৫৪৯ টি ইনিংসেই সেই কীর্তি ছুঁয়ে ফেলেছেন বিরাট। অর্থাৎ শচীনের থেকে বিরাট ২৮ টি ইনিংস কম খেলেন।

আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ২৫,০০০ রান
বিরাট কোহলি: ৫৪৯ ইনিংসে ২৫,০০০ রান পূর্ণ করলেন বিরাট। গড় ৫৩.৬৪। ক্যারিয়ারে মোট ম্যাচের সংখ্যা ৪৯২ টি।

শচীন টেন্ডুলকার: ৫৭৭ টি ইনিংসে আন্তর্জাতিক ক্রিকেটে ২৫,০০০ রান পূর্ণ করেছিলেন শচীন। সার্বিকভাবে ৬৬৪ টি ম্যাচে ৩৪,২৫৭ রান করেছিলেন। গড় ছিল ৪৮.৫২।

রিকি পন্টিং: আন্তর্জাতিক ক্রিকেটে ২৫,০০০ রান পূরণ করতে অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়কের ৫৮৮ টি ইনিংস লেগেছিল। সার্বিকভাবে ৫৬০ টি ম্যাচ খেলেছিলেন। করেছিলেন ২৭,৪৮৩ রান। গড় ছিল ৪৫.৯৫।

জ্যাক কালিস: ৫৯৪ ইনিংসে আন্তর্জাতিক ক্রিকেটে ২৫,০০০ রানের গণ্ডি পার করেছিলেন দক্ষিণ আফ্রিকার তারকা। সার্বিকভাবে ৫১৯ টি ম্যাচে ২৫,৫৩৪ রান করেছিলেন। গড় ছিল ৪৯.১।

কুমার সাঙ্গাকারা: ৬০৮ টি ইনিংসে আন্তর্জাতিক ক্রিকেটে ২৫,০০০ রান পূরণ করেছিলেন। দীর্ঘ ক্রিকেট কেরিয়ারে মোট ৫৯৪ টি ম্যাচ খেলেছিলেন। করেছিলেন ২৮,০১৬ রান করেছিলেন। গড় ছিল ৪৬.৭৭।

মাহেলা জয়বর্ধনে: ৭০১ টি ইনিংসে ২৫,০০০ রানের গণ্ডি পার করেছিলেন শ্রীলংকার তারকা ক্রিকেটার। কেরিয়ারে ৬৫২ টি ম্যাচে ২৫,৯৫৭ রান করেছিলেন। গড় ছিল ৩৯.১৫।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877