স্বদেশ ডেস্ক:
প্রতিটি ফুটবল বিশ্বকাপ আসলেই উন্মাদনায় ভাসেন ফুটবলপ্রেমি বিভিন্ন দেশের সমর্থকরা। আসন্ন কাতার বিশ্বকাপকে সামনে রেখেও ভক্ত-সমর্থকদের মাঝে নানা কীর্তি-কাণ্ডের ঢেউ বইছে। কেউ প্রিয় দলের পতাকার রঙে ভবন রাঙায়, কেউবা বাড়ির ছাদে দীর্ঘ পতাকা ওড়ায়, আবার সমর্থকরা মিলে পতাকা টানায় কয়েক কিলোমিটারব্যাপী। এবার সব ছাড়িয়ে আলোচনায় ব্রাহ্মণবাড়িয়ার তিন ভাইয়ের ‘ইমোশনাল ব্রেক’। বাবার স্মৃতি ধরে রাখতে বাবা ও নিজেদের প্রিয় দলের পতাকার রঙে বসতবাড়ি রাঙিয়ে আলোচনায় তিন ভাই।
জানা যায়, শেখ আনোয়ারুল ইসলাম ওরফে দারু মিয়া ছিলেন আর্জেন্টিনা ফুটবল দলের একজন অন্ধ ভক্ত। আর্জেন্টিনা ফুটবল দলের প্রতি তার এই ভালবাসার কথা এলাকার সবাই জানেন। ৯ ছেলে ও এক মেয়ে রেখে ফুটবল এই প্রেমী ২০১৯ সালের জানুয়ারি মাসে মারা যান।
শেখ তাজিম উদ্দিন আহমেদ বলেন, আমাদের বাড়ির শয়ন কক্ষ রয়েছে ৫টি। যার পরিমাণ ১০৮০ স্কয়ার ফিট। গত এক সপ্তাহে আট জন মিস্ত্রীসহ আমরা তিন ভাই এই রঙের কাজ করেছি। ব্যয় হয়েছে ২০ হাজার টাকা। আমি এবং আমার পরিবারের সবাই আর্জেন্টিনার ভক্ত। আমার বাবা ছিলেন এই দলের অন্ধ ভক্ত।
স্থানীয় সাবেক ওয়ার্ড মেম্বার হুমায়ূন কবির বলেন, প্রয়াত আনোয়ারুল ইসলাম আমার সম্পর্কে চাচা হন। তিনি আর্জেন্টিনার ভক্ত ছিলেন। আমিও এই দলের ভক্ত। বাড়িটিতে আর্জেন্টিনার পতাকার রঙ করায় খুব সুন্দর দেখাচ্ছে।