স্পোর্টস ডেস্ক:
নারী এশিয়া কাপে বাংলাদেশের বোলিং তোপে মাত্র ৮২ রানে গুটিয়ে গেছে থাইল্যান্ডের ইনিংস। সিলেট বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে ফিল্ডিং করতে নেমে থাইল্যান্ডকে ৮২ রানে অলআউট করে দিয়েছে বাংলাদেশ।
থাইল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ২৬ রান করেন ফান্নিতা মায়া। নাথাকান চানথামের ব্যাট থেকে এসেছে ২০ রান।
সাত দেশের অংশগ্রহণে নারী এশিয়া কাপের অষ্টম আসরের উদ্বোধনী খেলায় টসে হেরে থাইল্যান্ডের বিপক্ষে ফিল্ডিং করে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ।
বাংলাদেশের পক্ষে রোমানা আহমেদ ৩ ওভারে এক মেডেনসহ ৯ রানে তিন উইকেট নিয়েছেন। দুটি করে উইকেট পেয়েছেন সোহেলি আখতার, সানজিদার আক্তার ও নাহিদা আক্তার। সালমা খাতুনের শিকার একটি উইকেট।
সাত দেশের এ টুর্নামেন্টে স্বাগতিক বাংলাদেশ ও থাইল্যান্ড ছাড়াও রয়েছে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালয়েশিয়া ও সংযুক্ত আরব আমিরাত। প্রতিটি দল রাউন্ড রবিন পদ্ধতিতে ম্যাচ খেলবে। ফলে গ্রুপ পর্বে প্রতিটি দলের ম্যাচ দাঁড়াবে ছয়টি করে। পয়েন্ট তালিকার সেরা চার দল উঠবে সেমিফাইনালে।
বাংলাদেশ একাদশ
ফারজানা হক, নিগার সুলতানা (অধিনায়ক), রুমানা আহমেদ, সোবহানা মোস্তারি, শামীমা সুলতানা, রিতু মনি, সালমা খাতুন, নাহিদা আক্তার, সোহেলী আক্তার, শানজিদা আক্তার, জাহানারা আলম।