বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ১১:৫০ পূর্বাহ্ন

নিউইয়র্কে অ্যাপার্টমেন্ট ভাড়া বাড়ছে ৭ ভাগ

স্বদেশ ডেস্ক: নিউইয়র্ক সিটির রেন্ট বোর্ড বার্ষিক ভাড়া ৫ থেকে ৭ ভাগ বাড়ানোর বিষয়টি অনুমোদন করতে যাচেছ। কয়েক সপ্তাহ ধরে গণশুনানি শেষে বোর্ড যে সিদ্ধান্ত নিতে যাচ্ছে, তাতে ভাড়াটে ও বাড়ির মালিক- উভয়পক্ষকেই ক্ষুব্ধ করবে বলে ধারণা করা হচ্ছে। নিউইয়র্ক সিটির পাঁচটি বরায় প্রায় ১০ লাখ রেন্ট-স্ট্যাবিলাইজড ইউনিটে ৩০ লাখ লোক বসবাস করে। ভাড়া বাড়ানোর শঙ্কা তাদের মধ্যে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। ফলে আসন্ন ভোটাভুটির সময় ক্ষোভ প্রকাশ হতে পারে প্রকটভাবে। গত মে মাসে মেয়র এরিক অ্যাডামসের নিয়োগ করা ৯ সদস্যের প্যানেল ভাড়া বাড়ার ইঙ্গিত দিয়ে জানিয়েছিল যে ১ অক্টোবর থেকে আগামী বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এক বছরের চুক্তিতে ভাড়া ২ থেকে ৫ ভাগ এবং দুই বছরের চুক্তিতে ভাড়া ৪ থেকে ৭ ভাগ ভাড়া বাড়তে পারে। উল্লেখ্য, দুই হাজার ডলারের ভাড়া বাড়ির জন্য ৫ ভাগ বৃদ্ধি মানে মাসে অতিরিক্ত ১০০ ডলার খরচ বাড়া। ফলে এই সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছিলেন ভাড়াটে প্রতিনিধিরা। তারা ভাড়া বাড়া স্থগিত রাখার অনুরোধ করেছিলেন। অন্যদিকে বাড়ির মালিকরা ১৪ ভাগ ভাড়া বাড়ানোর দাবি জানিয়ে আসছিলেন। তারা উচ্চ মুদ্রাস্ফীতি ও জ্বালানির দাম বাড়ার কথা জোরালভাবে বলেছিলেন। নগরীর পাঁচ বরোর প্রতিটিতে গণশুনানির সময় গোলযোগের সৃষ্টি হয়। গত সপ্তাহে ডাউনটাউন ব্রুকলিনে ভোটাভুটিতে যেকোনো ধরনের ভাড়া বৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদের সময় অডিটোরিয়ামটি লোকারন্য হয়ে পড়ে। লিগ্যাল এইড সোসাইটির শীর্ষ আইনজীবী অ্যাডরিন হোল্ডার বলেন, নিউ ইয়র্ক সিটির এই সঙ্কটকালে যেকোনো ধরনের ভাড়া বাড়ানো বন্ধ করা উচিত। বিস্তারিত...

নিউইয়র্কে প্লাস্টিকের চামচ দিলেই রেস্টুরেন্টকে জরিমানা

স্বদেশ ডেস্ক: সরবরাহ করা খাবারের সাথে অনাকাক্সিক্ষত চামচ ও চপস্টিক দিলে সংশ্লিষ্ট রেস্তোরাঁকে বড় অঙ্কের অর্থ জরিমানা করবে নিউ ইয়র্ক সিটি কর্তৃপক্ষ। নগর কর্তৃপক্ষের সুপারিশ করা বিধানে বলা হয়েছে, গ্রাহক না চাইলেও রেস্তোরাঁ থেকে সরবরাহ করা খাবারের সাথে যদি প্লাস্টিকে চামচ, চপস্টিক, এবং সয়া সস, কেচাপ প্যাকেট ইত্যাদি দেওয়া হয়, তবে তাদেরকে ৫০ ডলার থেকে ২৫০ ডলার জরিমানা করা হবে। গত ফেব্রুয়ারিতে ‘স্কিপ দি স্টাফ’ নামের বিলটি সই করা হয়েছিল। এখন তা বাস্তবায়ন করা হচ্ছে। রেস্তোরাঁগুলো থেকে প্লাস্টিকের বর্জ্য কমানোর লক্ষ্যে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ জানিয়েছে। অবশ্য রেস্তোরাঁগুলো নিজেদের শুধরে নিতে সময় পাবে। ১ জুলাই পর্যন্ত তাদের কেবল হুঁশিয়ারিই দেওয়া হবে। এরপর থেকে জরিমানা কার্যকর হবে। আর পুরো ব্যবস্থায় খুশি এনওয়াইসি হসপিটালিটি অ্যালায়েন্স। সংগঠনটির নির্বাহী পরিচালক অ্যান্ড্রু রিগি বলেন, ‘শুরুতে সতর্ক করে দেওয়া এবং পরে জরিমানা করার বিষয়টি খুবই ভালো উদ্যোগ।’ বিস্তারিত...

নতুন অভিবাসননীতি যুক্তরাষ্ট্র সীমান্তে আশ্রয়প্রার্থী কমেছে

স্বদেশ ডেস্ক: বাইডেন প্রশাসনের নতুন অভিবাসন নীতির ফলে দক্ষিণাঞ্চলীয় সীমান্তে আশ্রয় প্রার্থনার জন্য আবেদন করার যোগ্য অভিবাসীর সংখ্যা কমে গেছে। বাইডেন প্রশাসনের সম্প্রতি আদালতে দেওয়া এমন বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন আইনজীবীরা। আদালতের নথি থেকে জানা যাচ্ছে, দক্ষিণাঞ্চলীয় সীমান্ত অতিক্রমকারী একক প্রাপ্তবয়স্ক অভিবাসীদের মাত্র ৪৬ ভাগকে আশ্রয় প্রার্থনা করার অনুমতি দেওয়া হয়েছে। অথচ ২০১৪ থেকে ২০১৯ পর্যন্ত এই হারটি ছিল ৮৩ ভাগ। আমেরিকান সিভিল লিবারটিজ ইউনিয়নের নেতৃত্বাধীন অভিবাসী আইনজীবীদের আনা একটি মামলায় বাইডেন প্রশাসন যুক্তি দিয়েছে যে তাদের আশ্রয়নীতি যদি আদালত আটকিয়ে দেয়, তবে সীমান্ত অতিক্রমের সংখ্যা রেকর্ড হারে বাড়তে পারে। আর এতে করে সীমান্ত এলাকায় অভিবাসীর সংখ্যা সেখানকার জনসংখ্যাকে ছাড়িয়ে যাবে। এর পরিণতিতে মাত্রাতিরিক্ত লোকজন এড়াতে আদালতের তারিখ ছাড়াই অভিবাসীদের ছেড়ে দিতে পারে হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট। বর্ডার অ্যান্ড ইমিগ্রেশন পলিসির অ্যাসিসট্যান্ট সেক্রেটারি ব্লাস নানেজ-নেটো এই বক্তব্য দেন বলে জানা গেছে। বিষয়ীট প্রথম প্রকাশ করে লস অ্যাঞ্জেলস টাইমস। গত মাসে করোনাকালীন টাইটেল ৪২ বাতিল হয়ে যাওয়ার পর ডিএইচএস কেবল ওইসব অভিবাসীকেই আশ্রয় প্রার্থনার অনুমতি দিচ্ছে যারা যেসব এলাকা অতিক্রম করেছে, সেখানে আশ্রয় প্রার্থনার আবেদন করেছিলেন কিংবা তাদের বিষয়টি ব্যতিক্রমধর্মী। ব্যতিক্রমধর্মী বলতে বিশেষভাবে নাজুক সম্প্রদায়ের কথা বলা হয়েছে। তাদের যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না দিলে তারা নির্যাতনের শিকার হতে পারে বলে শঙ্কা থাকলে তাদের সুযোগ দেওয়া হচ্ছে। কাস্টমস অ্যান্ড বর্ডার প্রটেকশনের হিসাব অনুযায়ী, টাইটেল ৪২ অবসানের পর সীমান্ত অতিক্রমের সংখ্যা কমে গেছে। আগে যেখানে দৈনিক ছিল ১০ হাজারের বেশি, সেখানে এখন হচ্ছে প্রায় সাড়ে তিন হাজার। অভিবাসী আইনজীবীরা বলছেন, এই ধরনের বিধিনিষেধ ফেডারেল আইন এবং যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক বাধ্যবাধকতার পরিপন্থী। ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটির সিইও ডেভিড মিলিব্যান্ড বলেন, এসব কড়াকড়ির ফলে অভিবাসীরা আবার নিজেদেরকে আদমপাচারকারীদের হাতে তুলে দিতে যাচ্ছে। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রে বসবাস করার অধিকার কারো নেই, তবে প্রত্যেকেরই আশ্রয় প্রার্থনা করার এবং কিছু নিরাপত্তা লাভ করার অধিকার আছে।’ বিস্তারিত...

শ্রমিকের চাহিদা বাড়ায় নিউইয়র্কে কারাবন্দির সংখ্যা দ্রুতই কমছে

স্বদেশ ডেস্ক: গত তিন বছরে নিউইয়র্ক রাজ্যে কারাবন্দির সংখ্যা দ্রুত হারে কমছে। নিউজার্সি, ওয়েস্ট ভার্জিনিয়া ও ওয়াশিংটন বাদ দিলে নিউইয়র্কেই সবচেয়ে দ্রুত কমছে কারাবন্দি লোকের সংখ্যা। এম্পায়ার স্টেট কারাগার এবং স্থানীয় জেলখানাগুলোর মোট বাসিন্দা ২০১৯ সালে যেখানে ছিল ৬৪,৩০৬ জন, ২০২২ সালে তা দাঁড়িয়েছে মাত্র ৪৭,০০৩ জনে। তিন বছরে কারাবন্দি কমেছে ২৬.৯ ভাগ। ভেরা ইনস্টিটিউট ফর জাস্টিজ এই পরিসংখ্যান প্রকাশ করেছে। নিউইয়র্কের কারাবন্দি নিয়ে জ্যাকব ক্যাংক-ব্রাউনের ৩০ পৃষ্ঠার প্রতিবেদনে বলা হয়েছে, ‘শ্রমিকের চাহিদা বাড়ায় সম্ভবত কারাবন্দির সংখ্যা কমে আসতে সহায়তা করছে।’ এতে বলা হয়, ‘যথাযথ সহায়তার মাধ্যমে কারাবন্দির সংখ্যা কমা কর্মী স্বল্পতা দূরে সহায়তা করতে পারে, বৈষম্য কমাতে সাহায্য করতে পারে।’ তবে নিউইয়র্কে কারাবন্দির সংখ্যা কমার সঠিক কারণটি প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। তবে জামিন আইনে সংস্কারের পাশাপাশি কোভিড-১৯ মহামারি এবং বেকারত্ব কমায় এতে ভূমিকা রেখেছে বলে মনে হচ্ছে। নিউইয়র্কের ডেমোক্র্যাটর সম্প্রতি ‘ক্লিন স্টেট’ বিল অনুমোদন করেছে। এই আইনটি পাস হলে কারাদ- ভোগকারী ব্যক্তিদের অপরাধ রেকর্ড স্বয়ংক্রিয়ভাবে গোপন থাকবে। তবে গভর্নর ক্যাথি হোকুল এই বিলে সই করবেন কিনা তা স্পষ্ট নয়। তবে এই বিলের বিরুদ্ধে স্টেট সিনেটর জর্জ বরেলো মন্তব্য করেছেন যে ‘আমার ডেমোক্র্যাট সহকর্মীরা অপরাধ কমানোর দিকে নজর দিচ্ছেন না। তারা কেবল কারাগার থেকে অপরাধীদের মুক্তি দিতে চাচ্ছেন। আর এর ফলে অপরাধ বাড়তে দেখছি।’ অন্যদিকে অ্যাসেম্বলি মাইনরিটি নেতা উইলিয়াম বার্কলে ডেমোক্র্যাটদের সমালোচনা করে বলেছেন, ‘কারাগারের জনসংখ্যা হয়তো কমছে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে অপরাধের সংখ্যা কিন্তু কমছে না।’ উত্তর-পূর্বের আরো কয়েকটি নীল রাজ্যে কারাবন্দির সংখ্যা ব্যাপকভাবে কমার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে রয়েছে ম্যাসাচুসেটস ও কানিকটিকাট। ২০১৯ থেকে ২০২২ সালের মধ্যবর্তী সময়ে এই দুই জায়গায় কারাবন্দি কমেছে যথাক্রমে ২৪.৩ ও ২১.৩ ভাগ করে। বিস্তারিত...

কোরবানির অর্ডার নিতে ব্যস্ত নিউইয়র্কের গ্রোসারীগুলো

স্বদেশ ডেস্ক: আগামী ২৮ জুনু বুধবার যুক্তরাষ্ট্রে উদযাপিত হবে মুসলমানদের অন্যতম বড় ধর্মীয় পবিত্র ঈদুল আজহা। ঈদুল আজহাকে ঘিরে পশু কোরবানির জন্য প্রবাসীদের ভরসা বাংলাদেশি গ্রোসারি ও সুপার মার্কেটগুলো। এক-দেড়মাস আগে থেকে শুরু হয় গ্রোসারিগুলোতে কোরবানির পশুর অর্ডার নেওয়া। অনেকে গ্রোসারি ছাড়াও সরাসরি স্লটার হাউজে যান কোরবানির পশু জবাই করতে। জ্যামাইকার মান্নান গ্রোসারি, ফাতেমা গ্রোসারি, কাওরান বাজার, বিসমিল্লাহ, সাটফিন বুলেভার্ডের একাধিক গ্রোসারি; জ্যাকসন হাইটসের  মান্নান গ্রোসারি, খামার বাড়িসহ বিভিন্ন এলাকার বিভিন্ন গ্রোসারিতে কোরবানির অর্ডার নেওয়া হচ্ছে। দাম স্থির না করেই কোরবানির অর্ডার নেওয়া হচ্ছে এসব গ্রোসারিতে। তবে এবার গরুর মাংসের দাম কিছুটা বাড়তে পারে। কারণ গত সপ্তাহে এর দাম ৪০ সেন্ট করে বেড়েছে। এদিকে ঈদকে সামনে রেখে জ্যাকসন হাইটস এর ৩৭ এভিনিউ, ৭৩ স্ট্রিটের ফুটপাতের ওপর প্রতিদিনই বসছে দোকান। ঈদের কেনাকাটা সামনে রেখে প্রতি সপ্তাহান্তেই বাঙালিরা উপচে পরেন তাদের প্রিয় জ্যাকসন হাইটস-এ। নিউইয়র্কের আশেপাশের শহরগুলো থেকেতো বটেই, অনেক দূর দূরান্ত থেকেও বাঙালিরা চলে আসেন তাদের এক চিলতে বাংলাদেশ অর্থাৎ জ্যাকসন হাইটসে ঈদ-শপিং করতে। বিস্তারিত...

নিউইয়র্কে ঈদের জামাত কখন কোথায়

স্বদেশ ডেস্ক: যুক্তরাষ্ট্রে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে ২৮ জুন। যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদুল আজহা উদযাপনের লক্ষ্যে ইতিমধ্যে নিউইয়র্কসহ বিভিন্ন স্টেটে মুসলিম সম্প্রদায়ের মানুষের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। বিভিন্ন মসজিদ পরিচালনা পরিষদের পক্ষ থেকে ঈদের নামাজের প্রস্তুতি নেওয়া শুরু হয়েছে। যেসব স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে, সেসব স্থানের নিরাপত্তা নিশ্চিত করার জন্য পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। ঈদের দিন মুসলমানরা একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন। বিভিন্ন ঈদের জামাতে নিউইয়র্কের নির্বাচিত জনপ্রতিনিধিরা উপস্থিত হয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন। জ্যামাইকা, জ্যাকসন হাইটস, কুইন্স ভিলেজ, হলিস, সাউথ জ্যামাইকা, ওজন পার্ক, রিচমন্ড হিল, পারসন্স, উডসাইড, এস্টোরিয়া, ব্রঙ্কস, ব্রুকলিন, ম্যানহাটনের বিভিন্ন মসজিদ এবং নিউইয়র্ক স্টেটের বিভিন্ন এলাকায় যেখানে মুসলিম কমিউনিটি ও মসজিদ আছে, সেখানে ঈদের জামাতের ব্যবস্থা করা হচ্ছে। নিউইয়র্ক ছাড়াও ওয়াশিংটন ডিসি, লস অ্যাঞ্জেলেস, ফ্লোরিডা, মিশিগান, নিউজার্সি, কানেক্টিকাটসহ মুসলিম-অধ্যুষিত স্টেট ও সিটিসমূহে ঈদের জামাতের আয়োজন করা হবে। কোথায়, কখন ঈদের জামাত জ্যামাইকা মুসলিম সেন্টারের উদ্যোগে ঈদের জামাত অনুষ্ঠিত হবে জ্যামাইকার টমাস এডিসন হাইস্কুলের মাঠে। সেখানে একটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল আটটায়। এই জামাতে মহিলাদেরও নামাজ পড়ার ব্যবস্থা রাখা হবে। ইতিমধ্যে সেখানে ঈদের নামাজের অনুমোদনও পাওয়া গেছে। যদি বৃষ্টি হয়, তাহলে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে জ্যামাইকা মুসলিম সেন্টারে। সে ক্ষেত্রে তিনটি জামাত অনুষ্ঠিত হবে। জামাতগুলো হবে সকাল ৮টা, ৯টা ও ১০টায়। এখানে পুরুষের পাশাপাশি নারী ও শিশুদের জন্যও নামাজের ব্যবস্থা রয়েছে। এস্টোরিয়ার আল আমিন জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল আটটায়। এস্টোরিয়ার ৩৬ স্ট্রিটে (৩৬ ও ৩৭ অ্যাভিনিউর মাঝে) জামাত হবে। আবহাওয়া খারাপ হলে মসজিদের ভেতরে তিনটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল সাতটায়, দ্বিতীয় জামাত সকাল আটটায় এবং তৃতীয় জামাত সকাল নয়টায় হবে। মহিলাদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা করা হয়েছে। তৃতীয় জামাতে মহিলারা অংশগ্রহণ করতে পারবেন। আল আরাফা ইসলামিক সেন্টারের উদ্যোগে জ্যামাইকার সুজান বি এন্থনির প্লেগ্রাউন্ডে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। বাইরে হলে একটি জামাতে নামাজ হবে সকাল সাড়ে আটটায়। প্লে- গ্রাউন্ডে সকাল সাড়ে আটটায় জামাত হবে একটি। এ জন্য সব প্রস্ততিও নেওয়া হয়েছে। তবে বৃষ্টি হলে প্রস্তুতি রয়েছে মসজিদে ঈদের নামাজের ব্যবস্থা করার। সে ক্ষেত্রে চারটি জামাত অনুষ্ঠিত হবে। বৃষ্টি হলে মসজিদে প্রথম জামাত সকাল সাতটা, দ্বিতীয় জামাত সকাল আটটা, তৃতীয় জামাত সকাল নয়টা এবং চতুর্থ জামাত সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। তিনি বলেন, জামাতে যেসব শিশু আসবে, তাদের জন্য থাকবে কটন ক্যান্ডি ও বেলুন। দারুল উলুম নিউইয়র্ক-এর ঈদের জামাত সকাল ৮ টায় পার্কিং লটে অনুষ্ঠিত হবে। বৃষ্টি হলে মসজিদের ভেতরে জামাতটি অনুষ্ঠিত হবে। জ্যাকসন হাইটসে ডাইভারসিটি প্লাজায় নিউইয়র্ক ঈদগাহর উদ্যোগে ঈদের জামাত অনুষ্ঠিত হবে পাঁচটি। সকাল ছয়টা থেকে জামাত শুরু হবে। এরপর প্রতি এক ঘণ্টা পরপর ঈদের জামাত হবে। বৃষ্টি হলে কাবাব কিংয়ের দোতলায় ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। সেখানে পরপর পাঁচটি জামাতের ব্যবস্থা করা হবে বলে জানান মাওলানা কাজী কাইয়্যূম। এদিকে জ্যাকসন হাইটসের মোহাম্মদী সেন্টারের উদ্যোগে ঈদের পরদিন স্বল্প আয়ের মানুষের মধ্যে এবং যারা কোরবানি দিতে পারবেন না, তাদের মধ্যে কোরবানির মাংস বিতরণ করা হবে। এই মাংস যারা বিতরণ করতে চান, তারা ঈদের পরদিন বিকেল চারটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত জ্যাকসন হাইটসে মোহাম্মদী সেন্টারে কোরবানির মাংস দিতে পারবেন। ওজনপার্কের আল ফুরকান মসজিদে ঈদের নামাজের ব্যবস্থা করা হয়েছে। ৭৭ অ্যান্ড গ্ল্যানেমার অ্যাভিনিউতে দুটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত হবে সকাল আটটায় আর দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল নয়টায়। আল কুবা ইসলামিক সেন্টার অব জ্যামাইকার উদ্যোগে সাউথ জ্যামাইকার পিএস ৫০ স্কুলের মাঠে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। সকাল আটটায় একটি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। বৃষ্টি হলে ঈদের জামাত হবে তিনটি। সে ক্ষেত্রে প্রথম জামাত হবে সকাল সাড়ে সাতটায়, দ্বিতীয় জামাত সকাল সাড়ে আটটায় এবং তৃতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে নয়টায়। দারুস সালাম মসজিদে ঈদের জামাতের আয়োজন করা হয়েছে। মসজিদের ভেতরে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। ১৪৮-১৬-৮৭ রোড, জ্যামাইকায় এই মসজিদের অবস্থান। এখানে ঈদের প্রথম জামাত সকাল সাতটায়, দ্বিতীয় জামাত সকাল আটটায়, তৃতীয় জামাত সকাল নয়টায় এবং চতুর্থ জামাত সকাল দশটায় অনুষ্ঠিত হবে। প্রথম জামাত ব্যতীত অন্য সব জামাতে মহিলাদের জন্য নামাজের ব্যবস্থা করা হয়েছে। ইস্ট এলমহার্স্ট জামে মসজিদ অ্যান্ড মুসলিম সেন্টারের উদ্যোগে পিএস ১২৭ এর মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। একটি জামাতের জন্য সময় নির্ধারণ করা হয়েছে সকাল সাড়ে আটটা। বৃষ্টি হলে মসজিদের ভেতরে দুটি জামাতের ব্যবস্থা থাকবে। সেই হিসাবে প্রথম জামাত হবে সকাল আটটায় ও দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল নয়টায়। ওজন পার্কের বড় জামাত অনুষ্ঠিত হবে আল আমান মসজিদে। সেখানেও বিপুলসংখ্যক মানুষ জামাতে অংশ নেবেন। এ ছাড়া ওজন পার্কের ফুলতলী জামে মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। ব্রুকলিনে বায়তুল জান্না জামে মসজিদ অ্যান্ড মুসলিম কমিউনিটি সেন্টারের উদ্যোগে ব্রুকলিনের ৫৬৯ ম্যাকডোনাল্ড অ্যাভিনিউতে খোলা রাস্তায় ঈদের নামাজের ব্যবস্থা করা হয়েছে। বৃষ্টি না হলে সেখানে ঈদের জামাত হবে দুটি। একটি হবে মসজিদের ভেতরে। যারা কোরবানি দেবেন, তাদের জন্য এই জামাতের ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া একটি জামাত হবে খোলা স্থানে। এটি হতে পারে সকাল সাড়ে আটটা অথবা নয়টায়। বৃষ্টি হলে মসজিদের ভেতরে সবগুলো জামাত হবে। সে ক্ষেত্রে জামাত হবে পাঁচটি। নামাজ শুরু হতে পারে সকাল সাড়ে ছয়টায়। বায়তুল ইসলাম মসজিদ অ্যান্ড কমিউনিটি সেন্টারের উদ্যোগে ব্রঙ্কসে ঈদের জামাত শুরু হবে সকাল সাড়ে আটটায়। ব্রঙ্কসে বাংলাবাজার জামে মসজিদের উদ্যোগে খোলা আকাশের নিচে ঈদের বিশাল জামাত অনুষ্ঠিত হবে। বৃষ্টি হলে ঈদের জামাত অনুষ্ঠিত হবে তিনটি। বৃষ্টি না হলে একটি বড় জামাত অনুষ্ঠিত হতে পারে। রিয়াজুল জান্নাহ ইসলামিক সেন্টার ইনকের উদ্যোগে জ্যামাইকায় সকল মুসলমানকে নামাজ আদায় করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। বিস্তারিত...

নিউইয়র্কে বিদ্যুৎ বিলের উত্তাপে দিশাহারা মানুষ

স্বদেশ ডেস্ক: গ্রীষ্মের (সামারে) তাপমাত্রা বাড়ার সাথে পাল্লা দিয়ে বাড়তে যাচ্ছে বিদ্যুৎ বিল। বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাবটি কার্যকর হলে নিউইয়র্ক সিটির পাঁচ বরোতেই এয়ার কন্ডিশনিং ইউনিটগুলোর জন্য বাড়তি বিলের বোঝা চেপে বসবে। সংশ্লিষ্টরা বলছেন, সাধারণ মানুষ এমনিতেই কঠিন অবস্থায় রয়েছে। বিদ্যুতের দাম বাড়লে তারে অবস্থা হবে আরো করুণ। ফলে অনিবার্যভাবেই মাথায় হাত পড়েছে তাদের। কুইন্সের অবসরপ্রাপ্ত পোস্টালকর্মী প্যাট বারবারিনি বলেন, ‘আমাকে এই বিলগুলো পরিশোধ করতে হবে! আর সবকিছুই বাড়ছে তো বাড়ছেনই! গাড়ি ইন্স্যুরেন্স বিল, মুদি দোকানি বিল, এখন ইউটিলি বিল।’ তিনি জানান, ‘সত্যি বলতে কী, আমার স্ত্রী যদি এখনো কাজ না করতেন, তবে আমাকে পুরো গ্রীষ্মে এসি বন্ধ রেখে জানালাগুলো খুলে রাখতে হতো।’ পরিস্থিতি ভয়াবহ হয়ে পড়বে, যদি রাজ্য কন এডিসন আগামী তিন বছরের বিদ্যুৎ বিল ১২ ভাগ বাড়ানোর প্রস্তাবটিতে সম্মতি দেয়। কুইন্সের আরেক বাসিন্দা, অবসরপ্রাপ্ত রেস্তোরাঁকর্মী, টমাস ক্যাস বলেন, ‘কনএড মনোপলি করছে। আমাদের কাছে আর কোনো বিকল্প নেই।’ প্রস্তাবিত বিদ্যুৎ বিলে ২০২৫ সাল পর্যন্ত পর্যায়ক্রমে দাম বাড়ানোর কথা বলা হয়েছে। এটি কার্যকর হলে ফেব্রুয়ারিতে বিদ্যুৎ বিল বাড়বে ৩.৮ ভাগ। অর্থাৎ যারা আগে ৮৩.৫০ ডলার বিল দিতেন, ফেব্রুয়ারিতে দিতে হবে ৮৭ ডলার। আর ২০২৫ সাল নাগাদ তা বেড়ে হবে ৯৪ ডলার। গড় আমেরিকানরা মাসে ৩০০ কিলোওয়াট বিদ্যুৎ খরচ করে- এমন হিসাবকে সামনে রেখে এই ধারণা দেওয়া হয়েছে। তবে কমিশনের মুখপাত্র দাম বাড়ানো হবেই- এমন কিছু বলেননি। জেমস ডেন এ ব্যাপারে এখনো নীরব রয়েছেন। তিনি বলেন, কন এডিসনের বিল বাড়ানোর ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। চলতি বছরের শেষ দিকে এ ব্যাপারে সিদ্ধান্ত হবে। তবে প্রস্তাবিত মূল্য বৃদ্ধি নিউইয়র্কের মানুষের জন্য খুব বেশি হয়ে যাবে বলে মন্তব্য করেছেন নিউইয়র্কের পাবলিক ইউটিলিটি ল প্রজেক্টের নির্বাহী পরিচালক লরি উইলক। বিস্তারিত...

যুক্তরাষ্ট্রে পালানোর সময় বিমানবন্দরে আ.লীগ নেতা গ্রেফতার

স্বদেশ ডেস্ক: যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম সহ সভাপতি, প্রস্তাবিত পিপলস ব্যাংকের চেয়ারম্যান আবুল কাশেম ঢাকায় গ্রেফতার হয়েছেন। দীর্ঘদিন ঢাকায় অবস্থান শেষে যুক্তরাষ্ট্রে পালানোর সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি গ্রেফতার বিস্তারিত...

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877