শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০১:৫৩ অপরাহ্ন

কোরবানির অর্ডার নিতে ব্যস্ত নিউইয়র্কের গ্রোসারীগুলো

কোরবানির অর্ডার নিতে ব্যস্ত নিউইয়র্কের গ্রোসারীগুলো

স্বদেশ ডেস্ক:

আগামী ২৮ জুনু বুধবার যুক্তরাষ্ট্রে উদযাপিত হবে মুসলমানদের অন্যতম বড় ধর্মীয় পবিত্র ঈদুল আজহা। ঈদুল আজহাকে ঘিরে পশু কোরবানির জন্য প্রবাসীদের ভরসা বাংলাদেশি গ্রোসারি ও সুপার মার্কেটগুলো। এক-দেড়মাস আগে থেকে শুরু হয় গ্রোসারিগুলোতে কোরবানির পশুর অর্ডার নেওয়া। অনেকে গ্রোসারি ছাড়াও সরাসরি স্লটার হাউজে যান কোরবানির পশু জবাই করতে।

জ্যামাইকার মান্নান গ্রোসারি, ফাতেমা গ্রোসারি, কাওরান বাজার, বিসমিল্লাহ, সাটফিন বুলেভার্ডের একাধিক গ্রোসারি; জ্যাকসন হাইটসের  মান্নান গ্রোসারি, খামার বাড়িসহ বিভিন্ন এলাকার বিভিন্ন গ্রোসারিতে কোরবানির অর্ডার নেওয়া হচ্ছে। দাম স্থির না করেই কোরবানির অর্ডার নেওয়া হচ্ছে এসব গ্রোসারিতে। তবে এবার গরুর মাংসের দাম কিছুটা বাড়তে পারে। কারণ গত সপ্তাহে এর দাম ৪০ সেন্ট করে বেড়েছে।

এদিকে ঈদকে সামনে রেখে জ্যাকসন হাইটস এর ৩৭ এভিনিউ, ৭৩ স্ট্রিটের ফুটপাতের ওপর প্রতিদিনই বসছে দোকান। ঈদের কেনাকাটা সামনে রেখে প্রতি সপ্তাহান্তেই বাঙালিরা উপচে পরেন তাদের প্রিয় জ্যাকসন হাইটস-এ। নিউইয়র্কের আশেপাশের শহরগুলো থেকেতো বটেই, অনেক দূর দূরান্ত থেকেও বাঙালিরা চলে আসেন তাদের এক চিলতে বাংলাদেশ অর্থাৎ জ্যাকসন হাইটসে ঈদ-শপিং করতে।

এদিকে কোরবানির ঈদে গরুর মাংস রান্না করতে মশলার কদর রয়েছে। এজন্য বিভিন্ন গ্রোসারিতে মশলা বিক্রি হচ্ছে দেদারসে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877