স্বদেশ ডেস্খ:
পটুয়াখালীর দুমকি উপজেলা সদরে আজ মঙ্গলবার ২৩ আগস্ট সকাল ৬টা থেকে বিকাল ৬টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে।
স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, আওয়ামী লীগ ও বিএনপি একই সময় একই স্থানে সভা ডাকায় আইন শৃঙ্খলা রক্ষার্থে ইউএনও উপজেলায় আজ মঙ্গলবার ২৩ আগস্ট সকাল ৬টা থেকে বিকাল ৬টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছেন।
বিএনপি কেন্দ্র ঘোষিত তিন দিনের কর্মসূচিতে বিক্ষোভ সমাবেশের আহবান করার পর উপজেলা আওয়ামী লীগ একই স্থানে পাল্টা সমাবেশ আহবান করে। এই প্রেক্ষাপটে ইউএনও আজ সকাল ৬টা থেকে বিকাল ৬টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেন।