শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০১:৪৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
২০ জেলের সন্ধান মিলল ভারতে, এখনও নিখোঁজ ১৯

২০ জেলের সন্ধান মিলল ভারতে, এখনও নিখোঁজ ১৯

স্বদেশ ডেস্ক:

ভোলার চরফ্যাশনে ঝড়ের কবলে ডুবে যাওয়া একটি ট্রলারের ২০ জেলের সন্ধান মিলেছে ভারতে। তবে অন্য তিন ট্রলারের ১৯ জেলের কোনও সন্ধান মেলেনি। তিন দিনেও খোঁজ না পাওয়ায় উৎকণ্ঠায় রয়েছে তাদের পরিবার।

ভারতে উদ্ধার হওয়া জেলেরা হলেন- হাবিবুর (৪৫), লিটন (২৯), সাত্তার (৬০), মাইনুদ্দিন (২২), আকতার (৩২), শাহ জামান (৭০), ইসমাইল (২৪), হালিম (৩০), আব্দুর রউব (৩২), নুরে আলম (৩৫), ফারুক (২৪), আল আমিন (২৪), নুরন্নবী (২৫), বশির (২৫), কামাল (২৬), টুনু (৫৩), ইকবাল (২৪), রব কাজী (২৫), মফিজ (৪৬) ও ইয়াকুব (৩২)। তাদের বাড়ি চরফ্যাশনের আহাম্মদপুর ইউনিয়নে। তাদের ভারতের দক্ষিণ ২৪ পরগনা জেলার পাথর প্রতিমা থানা হেফাজতে রাখা হয়েছে বলে নিশ্চিত করেছে মৎস্যবিভাগ।

এর আগে গত শুক্রবার (১৯ আগস্ট) দিনগত রাতে ২০ জন জেলেসহ শুভ সকাল-১ নামের ট্রলারটি ঝড়ের কবলে পড়ে বঙ্গোপসাগরের ভারত সীমানায় ডুবে যায়। পরে স্থানীয় জেলেরা ২০ জেলেকে উদ্ধার করেন। ট্রলারটির মালিক চরফ্যাশন উপজেলার ফুয়াদ চাপরাশি, এর মাঝি ইয়াকুব। এদিকে ঘটনার তিন দিন পর ২০ জেলের সন্ধান পাওয়ায় পরিবারে স্বস্তি ফিরে এসেছে। তবে কবে নাগাদ জেলেরা বাড়ি ফিরবেন তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা।

এ বিষয়ে জানতে চাইলে জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা ওবায়দুল্লাহ বলেন, ‘ভারতে অবস্থান করা জেলেদের ফিরিয়ে আনতে কোস্টগার্ডকে বলা হয়েছে। তারা সেখানকার প্রশাসনের সঙ্গে কথা বলে জেলেদের ফিরিয়ে আনবেন।’

এদিকে নিখোঁজের তিন দিনেও সন্ধান মেলেনি লালামোহন, বোরহানউদ্দিন ও চরফ্যাশনের তিন ট্রলারের ১৯ জেলের। তাদের ট্রলার ডুবে গেছে নাকি নেটওয়ার্কের বাইরে রয়েছে- তা নিশ্চিত করে বলতে পারছে না প্রশাসন। তবে নিখোঁজ জেলেদের উদ্ধারে চতুর্থ দিনের মতো অভিযান পরিচালনা করছে কোস্টগার্ড।

কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা কে এম শফিউল কিঞ্জল বলেন, ‘নিখোঁজ জেলেদের উদ্ধারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। মোংলা ও রামগতি থেকে এ পর্যন্ত ৯২ জন জেলেকে উদ্ধার করা হয়েছে। বাকিদের উদ্ধারে সাতটি টিম অভিযান চালাচ্ছে।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877