বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ১২:৩১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
১৫ বছর পরিচালনার দায়িত্ব পাচ্ছে জাপানের ৬ প্রতিষ্ঠান কপ২৯ সম্মেলন আজ ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা আজ  নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের জন্মদিন শেখ হাসিনাকে গ্রেপ্তারে ‘রেড অ্যালার্ট’ চেয়ে ইন্টারপোলে চিঠি উপদেষ্টা ফারুকী-বশিরকে ৩ দিনের মধ্যে সরাতে নোটিশ উপদেষ্টা ফারুকীর অপসারণ চেয়ে একাই সড়কে নামলেন মহিলা দলের নেত্রী এবার স্বর্ণের দাম ভরিতে কমলো ২৫১৯ টাকা ‘শেখ মুজিবুরের ছবি সরানো উচিত হয়নি’ প্রসঙ্গে বক্তব্যে দুঃখ প্রকাশ করলেন রিজভী ফ্যাসিস্ট সরকারের সুবিধাভোগী সাদপন্থীদের সুযোগ দিলে কঠোর কর্মসূচির হুমকি কপ-২৯ : বিশ্ব নেতাদের সাথে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ
বুস্টার ডোজ গ্রহণের ছয় মাস পর অ্যান্টিবডি কমে যায় : বিএসএমএমইউ

বুস্টার ডোজ গ্রহণের ছয় মাস পর অ্যান্টিবডি কমে যায় : বিএসএমএমইউ

স্বদেশ ডেস্ক:

বুস্টার ডোজের টিকা গ্রহণের ছয় মাস পর শরীরের অ্যান্টিবডি কমে আসে। অ্যান্টিবডি শতভাগ টিকা গ্রহীতার শরীরে পাওয়া গেলেও গড়ে কমে ১০৬৭৫ দশমিক ৭ এইউ/এমএল নেমে আসে।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় এমন তথ্য পাওয়া যায় বলে এক অনুষ্ঠানে আজ সোমবার জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা. মো: শারফুদ্দিন আহমেদ।

বিএসএমএমইউ জানায়, গত এক মাস প্রথম ও দ্বিতীয় ডোজ করোনার টিকা গ্রহণকারী ২২৩ জনের উপর পরিচালিত এক গবেষণায় ৯৮ শতাংশের শরীরে অ্যান্টিবডি পাওয়া গেছে। তবে ৬ মাস পর অ্যান্টিবডি কমতে থাকে। তাদের মধ্যে ৭৩ শতাংশের অ্যান্টিবডির মাত্রা হ্রাস পেয়ে ৬৭৯২ এইউ/এমএল থেকে ৩৯৬৩ এইউ/এমএল পর্যন্ত নেমে এসেছে। এ সময় দুইজনের শরীরে কোনো অ্যান্টিবডি পাওয়া যায়নি। বুস্টার ডোজগ্রহীতাদের শরীরে অ্যান্টিবডি আবারো বৃদ্ধি পেয়েছে। এতে অ্যান্টিবডির মাত্রা ২০৮৭৮ এইউ/এমএল পর্যন্ত উঠে এসেছে। তবে ছয় মাস পরে তা কমে ১০৬৭৫ দশমিক ৭ এইউ/এমএল পর্যন্ত নেমে এসেছে।

তবে যাদের করোনা আক্রান্ত হওয়ার ইতিহাস রয়েছে তাদের মধ্যে অ্যান্টিবডির মাত্রা বেশি। তাদের রক্তে হিমোগ্লোবিন ও প্লাটিলেটসহ রক্ত কণিকায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তন দেখা যায়নি।

এ গবেষণা করা হয়েছে বুস্টার ডোজের পরও চতুর্থ ডোজ বা দ্বিতীয় বুস্টার ডোজ প্রয়োজন কিনা তা নিরুপণের উদ্দেশে হয়েছে বলে উল্লেখ করেছেন গবেষণা দলের প্রধান ও হেমাটোলজি বিভাগের সভাপতি অ্যধাপক ডা. সালাহউদ্দিন শাহ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877