স্বদেশ ডেস্ক:
ঢাকা-কুয়াকাটা মহাসড়কে বাস ও ট্রলির সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। সোমবার সকাল ১০টার দিকে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বাকরকাঠির কাঠেরপোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ট্রলির চালক বাকেরগঞ্জের তবিরকাঠি এলাকার মো: রাকিব, হেলপার জহিরুল তালুকদার ও স্টাফ বাইজিদ।
বাকেরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের লিডার আবুল কাশেম জানান, হুমায়রা এন্টারপ্রাইজের একটি বাস কুয়াকাটা থেকে বরিশালের দিকে যাচ্ছিল। কাঠেরপোল এলাকায় পৌঁছালে বাসটির সাথে বিপরীতমুখী একটি ট্রলির সংঘর্ষ হয়। এতে ট্রলিটি উল্টে যায় এবং বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়।
তিনি বলেন, ঘটনাস্থলেই চালক মো: রাকিবের মৃত্যু হয়। হেলপার জহিরুল ও স্টাফ বাইজিদকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেয়ার পথে তাদের মৃত্যু হয়।
বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আলাউদ্দিন মিলন বলেন, দুর্ঘটনায় ট্রলিতে থাকা একজন ঘটনাস্থলেই মারা যান, বাকি দুজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়। সেখানে তাদের মৃত্যু হয়েছে বলে জেনেছি।