স্বদেশ ডেস্ক:
দক্ষিণ-পূর্ব তুরস্কে দুর্ঘটনায় কমপক্ষে ৩২ জন নিহত হয়েছেন। শনিবার দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, যানবাহনগুলো আগে দুর্ঘটনায় অংশ নেয়া উদ্ধারককর্মীদের গায়ে আঁছড়ে পড়ে বিধ্বস্ত হয়।
দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রদেশ গাজিয়ানটেপ থেকে আঞ্চলিক গভর্নর দাভুত গুল বলেছেন, পূর্বের দুর্ঘটনাস্থলে একটি বাস বিধ্বস্ত হলে জরুরি কর্মী ও সাংবাদিকসহ ১৬ জন মারা যান। আরো ২০ জন আহত হয়ে চিকিৎসা নিয়েছেন।
গাজিয়ানটেপের পূর্বের সড়কে দুর্ঘটনার ঘটনাস্থল থেকে গুল বলেন, ‘আজ সকাল ১০টা ৪৫ মিনিটে একটি বাস এখানে বিধ্বস্ত হয়।’
‘যখন ফায়ার ব্রিগেড, মেডিক্যাল টিম এবং অন্যান্য সহকর্মীর দুর্ঘটনার উদ্ধার তৎপরতা চালাচ্ছিল, ঠিক ওই সময় আরেকটি বাস তার ঠিক ২০০ মিটার পিছনে বিধ্বস্ত হয়। দ্বিতীয় বাসটি এই স্থানে পিছলে যায় এবং প্রথম দমকলকর্মী এবং আহত ব্যক্তিদের আঘাত করে।’
পৃথকভাবে, একটি ট্রাক মারদিনের ডেরিক জেলার প্রায় ২৫০ কিলোমিটার (১৫৫ মাইল) পূর্বে একটি সাইটে আঘাত করে, সেখানকার ভিডিও ফুটেজ অনুসারে প্রথম প্রতিক্রিয়াকারীরা অন্য দুর্ঘটনায় অংশ নিচ্ছিল।
সূত্র : ভয়েস অফ আমেরিকা