স্বদেশ ডেস্ক:
রাজধানীতে ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) ফখরুল ইসলাম (৫৯)।
শনিবার সকাল সাড়ে ৯টায় খিলগাঁও রেলগেটে এই দুর্ঘটনা ঘটে। মরদেহ ময়নাতদন্তের জন্য দুপুর পৌনে ২টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায় রেলওয়ে পুলিশ।
নিহত ফখরুল ইসলামের বাড়ি জামালপুরের মেলান্দহ থানার ঝাউগড়া গ্রামে। তিনি মৃত তৈয়ব আলীর সন্তান ছিলেন।
ঢাকা রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রিয়াজ মাহমুদ এসব তথ্য জানিয়েছেন।
ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেন, সকালে রেললাইন দিয়ে হেঁটে যাওয়ার সময় কমলাপুরগামী সুন্দরবন এক্সপ্রেসের নিচে কাটা পড়েন ফখরুল ইসলাম। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে রেলওয়ে থানায় নিয়ে যাওয়া হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক মর্গে পাঠানো হয়েছে। যতদূর জেনেছি নিহত ব্যক্তি বাংলাদেশ ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক হিসেবে অবসরে যান।