স্বদেশ ডেস্ক:
আফ্রিকার দেশ আলজেরিয়ায় ভয়াবহ দাবানলে অন্তত ২৬ জন মারা গেছেন। দেশটির উত্তরাঞ্চলের একটি বনে লাগা আগুনে আহত হয়েছেন আরও ডজনখানেক মানুষ। আলজেরিয়া কর্তৃপক্ষ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।
দেশটির কামেল বেলজউদ নামের এক মন্ত্রী জানিয়েছেন, তিউনিসিয়ার সীমান্তবর্তী এল টারফে ২৪ জন এবং সেতিফে একজন মা ও মেয়ে মারা গেছেন। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
এল টারফ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকা এবং সেখানে বিভিন্ন সময়ে ১৬টি আগুন লাগার ঘটনা ঘটেছে।
সেতিফে মারা যাওয়া ৫৮ বছর বয়সী এক নারী ও তার ৩৬ বছর বয়সী মেয়ের নাম এখনো প্রকাশ করা হয়নি। গত বছরও ওই এলাকায় দাবানলে ৯০ জন মানুষের মৃত্যু হয়। আগুনে পুড়ে যায় এক লাখ হেক্টর বনভূমি।