স্বদেশ ডেস্খ:
রাজধানীর উত্তরায় প্রাইভেটকারের ওপর নির্মাণাধীন বিআরটি প্রকল্পের ক্রেন থেকে গার্ডার পড়ে একই পরিবারের পাঁচ সদস্য নিহত হওয়ার ঘটনায় ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন ক্রেনচালক, চালকের সহকারী ও ঠিকাদারি প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মী। তাদের ঢাকা, গাজীপুর, সিরাজগঞ্জ ও বাগেরহাট থেকে গ্রেফতার করেছে র্যাব।
বুধবার (১৭ আগস্ট) রাতে র্যাবের মুখপাত্র খন্দকার আল মঈন সংবাদমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, তাদের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় একটি মামলা হয়েছে। ওই মামলায় তাদের গ্রেফতার দেখানো হবে।
তিনি বলেন, ওই ঘটনার শুরু থেকেই র্যাব গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। দুর্ঘটনার পর থেকে আজ সারাদেশে র্যাব সদর দফতরের গোয়েন্দা দল অভিযান চালায়।
তিনি আরো বলেন, ঘটনার পর পরই জড়িতরা ঢাকা ছেড়ে চলে গিয়েছিল।
সোমবার (১৫ আগস্ট) দক্ষিণ খানে বৌভাতের অনুষ্ঠান শেষে আশুলিয়া যাওয়া পথে উত্তরার জসীমউদদীনে ঢাকা-ময়মনসিংহ রোডে পৌঁছালে বিআরটি প্রকল্পের একটি ক্রেন থেকে গার্ডার প্রাইভেটকারের ওপর পড়ে। এতে পাঁচজন নিহত হন।