শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০২:৫৫ পূর্বাহ্ন

করোনা আক্রান্ত ১০ লাখ, মৃত ২ সহস্রাধিক

করোনা আক্রান্ত ১০ লাখ, মৃত ২ সহস্রাধিক

স্বদেশ ডেস্ক:

বিশ্বজুড়ে মহামারী করোনাভাইরাসে ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১০ লাখ ১৫ হাজার ৭৭৫ জন। আর মারা গেছেন দুই হাজার ১০৮ জন।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, মঙ্গলবার বাংলাদেশ সময় বেলা ১১টায় করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৫৯ কোটি ৬১ লাখ ৭৯ হাজার ৮৩৪ জন। মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৪ লাখ ৫৬ হাজার ৯৫২ জন। আর সুস্থ হয়েছেন ৫৭ কোটি দুই লাখ ৬৬ হাজার ৩৬০ জন।

বিশ্বে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ মার্কিন যুক্তরাষ্ট্র। মৃত ও আক্রান্তে শীর্ষে আছে দেশটি। আক্রান্তের সংখ্যা নয় কোটি ৪৭ লাখ ৮৮ হাজার ২২ জন। মৃতের সংখ্যা ১০ লাখ ৬২ হাজার ৭৭০ জন।

মৃত ও আক্রান্তে দ্বিতীয় স্থানে আছে প্রতিবেশী দেশ ভারত। আক্রান্ত হয়েছেন মোট চার কোটি ৪২ লাখ ৭৭ হাজার ১৯৪ জন। মারা গেছেন পাঁচ লাখ ২৭ হাজার ৯৮ জন।

তৃতীয় স্থানে আছে ফ্রান্স। আক্রান্তের সংখ্যা তিন কোটি ৪২ লাখ ৩৪ হাজার পাঁচজন। মারা গেছেন এক লাখ ৫৩ হাজার ১২৯ জন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877