বুধবার, ০৮ মে ২০২৪, ০৩:৫৬ পূর্বাহ্ন

আগামীকাল ‘আমি মায়ের কাছে যাব’

আগামীকাল ‘আমি মায়ের কাছে যাব’

বিনোদন ডেস্ক:

১৯৭৫ সালের ১৫ আগস্ট, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কলঙ্কজনক অধ্যায়। এদিন সপরিবারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নৃশংসভাবে হত্যা করা হয়। শোকাবহ এই দিনটিকে মাথায় রেখে নির্মিত হয়েছে কাহিনিচিত্র। নাম ‘আমি মায়ের কাছে যাব’।

সহিদ রাহমানের লেখা ‘মহামানবের দেশে’ গ্রন্থ অবলম্বনে নাটকটি যৌথভাবে নির্মাণ করেছেন অন্তর রহমান ও মোহাম্মদ ফরিদ উদ্দিন। এই নাটকে শেখ রাসেলের গৃহশিক্ষকের ভূমিকায় অভিনয় করেছেন তারিন জাহান।

তিনি বলেন, ‘পঁচাত্তরের ১৫ আগস্ট যখন শিশু রাসেলকে হত্যা করা হয়, তখন তার বয়স ছিল ১০ বছর। ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র ছিলেন তিনি। নিষ্পাপ ও নিরপরাধ এই শিশুকে মায়ের কাছে নিয়ে যাওয়ার কথা বলে তাকে যেভাবে হত্যা করা হয়েছে, তা মানব ইতিহাসের অন্যতম মর্মস্পর্শী হত্যাকাণ্ড হয়ে থাকবে। মৃত্যুর আগে শিশু শেখ রাসেলের কান্নাজড়িত কণ্ঠে শেষ কথা ছিল, “আমি মায়ের কাছে যাব”। সেই গল্পই দেখা যাবে এই কাহিনিচিত্রে।’

‘আমি মায়ের কাছে যাব’ গল্পে আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, সাবেরী আলম, সাবিহা জামান, শিশুশিল্পী দিহান ও সানজিদ।

নির্মাতা মোহাম্মদ ফরিদ উদ্দিন জানান, ‘আমি মায়ের কাছে যাব’ প্রচার হবে আগামীকাল রাত ৮টায় আরটিভিতে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877