স্বদেশ ডেস্ক:
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে গত পাঁচ দিন ধরে বরগুনার পায়রা, বিষখালী ও বলেশ্বর নদ-নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। শনিবার বিকেলে পানি উন্নয়ন বোর্ডের পরিমাপ অনুযায়ী নদ-নদীগুলোর পানি বিপৎসীমার ১০০ সেন্টিমিটার বা ১ মিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।
জেলা পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানিয়েছে, এটি এ মৌসুমের সর্বোচ্চ জোয়ার ছিল। জোয়ারের পানি বাড়ায় জেলার নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। জেলার পুরাকাটা ও বড়ইতলা ফেরি ঘাটের গ্যাংওয়ে তলিয়ে থাকায় যানাবাহন পারাপারে বিঘ্ন ঘটছে।
জেলা ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) রেডিও অপারেটর গোলাম মাহমুদ জানান, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে বরগুনায় বৃষ্টি হচ্ছে। লঘুচাপটি ধীরে ধীরে দুর্বল হচ্ছে।
জেলা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী নূরুল ইসলাম জানান, ভারী বৃষ্টি, পূর্ণিমা ও বৈরী আবহাওয়ার কারণে পানি বাড়ায় নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। বৃষ্টি হ্রাস না পাওয়া পর্যন্ত প্রত্যেক জোয়ারে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা থাকছে।
সূত্র : বাসস