বিনোদন ডেস্ক:
ভারতীয় মডেল ও অভিনেত্রী উর্বশী রাউতেলা। মাঝে ভারতীয় ক্রিকেটার ঋষভ পন্তের সঙ্গে তার প্রেমের গুঞ্জন চাউর হয়। কিন্তু তা বেশি দিন টেকেনি। উল্টো দুজনের মধ্যে তিক্ততা থেকেই গেছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে আবারও উর্বশী-ঋষভের মধ্যে কাদা ছোড়াছুড়ি শুরু হয়েছে। ঘটনার শুরু নায়িকার এক সাক্ষাৎকার থেকে। এতে তিনি জানান, নিউ দিল্লিতে এক ব্যক্তি হোটেল লবিতে বসে ঘণ্টার পর ঘণ্টা তার জন্য অপেক্ষা করেছিলেন। সেই ব্যক্তিকে ‘আরপি’ বলে সম্বোধন করেন উর্বশী। কিন্তু পুরো নামটি বলতে অস্বীকার করেন তিনি। তবে ‘আরপি’ বলতে যে ঋষভকে বুঝিয়েছেন এই অভিনেত্রী- তা বুঝতে খুব একটা সমস্যা হয়নি।
ওই সাক্ষাৎকারের প্রতিক্রিয়ায় ইনস্টাগ্রাম স্টোরিতে একটি পোস্ট করেন ঋষভ। এর বাংলা অর্থ দাঁড়ায়, ‘মানুষ জনপ্রিয় হতে ও খবরে আসার জন্য কী না করে! নামডাকের জন্য তাদের লোভ দেখে কষ্ট হয়। সৃষ্টিকর্তা তাদের মঙ্গল করুন।’ এবার তারই জবাব দিলেন উর্বশী। তিনি লিখেছেন, ‘ছোট ভাইয়ার ব্যাট-বল খেলা উচিত। আমি কোনো মুন্নি নই যে, তোমার মতো একটা বাচ্চা ছেলের জন্য বদনাম হবে।’