স্বদেশ ডেস্ক;
সড়ক দুর্ঘটনায় আহত মার্কিন অভিনেতা অ্যান হেচ মারা গেছেন। ওই দুর্ঘটনার এক সপ্তাহ পর তার মৃত্যু হলো। অ্যান হেচের বয়স হয়েছিল ৫৩ বছর এবং তার দুই ছেলে সন্তান রয়েছে। পরিবারের বরাত দিয়ে অন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ তথ্য জানিয়েছে।
গার্ডিয়ান জানায়, গত ৫ আগস্ট লস এঞ্জেলেসের গাড়ি বিধ্বস্ত হওয়ার পর এই অভিনেত্রীর মুখপাত্র জানান, তিনি সুস্থ হয়ে উঠবেন। তখন দমকলকর্মীরা জানান, ধ্বংসস্তূপ থেকে উদ্ধারের পর তাকে হাসপাতালে নেওয়া হয় এবং তিনি সেখানে তাদের সঙ্গে কথাও বলেন।