শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ১০:২৮ অপরাহ্ন

দেশ শ্রীলংকা হতে বেশি দেরি নেই: রেজা কিবরিয়া

দেশ শ্রীলংকা হতে বেশি দেরি নেই: রেজা কিবরিয়া

স্বদেশ ডেস্ক:

বর্তমানে দেশের যা অবস্থা এতে শ্রীলংকার মতো হতে বেশি দিন বাকি নেই বলে মনে করেন গণঅধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া। তিনি বলেন, ‘দেশ যদি একবার শ্রীলংকার মতো হয়ে যায় তবে তা থেকে উঠে আসতে ১৫-২০ বছর লেগে যাবে। আমি আইএমএফে কাজ করেছি। সে অভিজ্ঞতার আলোকে এসব কথা বলছি।’

আজ শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক গণসমাবেশে তিনি এ কথা বলেন। জ্বালানি তেল-গ্যাস ও সারের বর্ধিত মূল্য প্রত্যাহারসহ পাঁচ দফা দাবিতে এ গণসমাবেশের আয়োজন করে গণঅধিকার পরিষদ।

রেজা কিবরিয়া বলেন, ‘দেশ একটা বিরাট বিপদের মুখে চলে আসছে। আজকে রিজার্ভের কী অবস্থা? তাদের পরিসংখ্যান কেউ বিশ্বাস করে না। তাদের ৪০ বিলিয়ন ডলার রিজার্ভ এক রাতে হয়ে গেল ৩১ বিলিয়ন। তারপর এখন বলছে ২২ বিলিয়ন। কয়েক দিন পরপর তারা নতুন তথ্য দিচ্ছে। তাদের কোনো তথ্যই বিশ্বাস করবে না জনগণ। আইএমএফকে কেউ ভালো অবস্থায় ডাকে না। আইএমএফকে তখন ডাকে, যখন সব শেষ হয়ে যায়।’

গণঅধিকার পরিষদের আহ্বায়ক বলেন, ‘আমরা প্রকাশ্যে বলছি, আমরা এই সরকারের পতনের জন্য কাজ করছি। এই সরকারকে ক্ষমতায় রাখলে সারাদেশের মানুষ বিপদে পড়বে। আর কোনো সময় নাই। আপনারা যদি ভাবেন সরকার ছয় মাস এক বছর থাকলে অসুবিধা কী! অনেক অসুবিধা। এরা যে দুর্নীতি ও অদক্ষতার প্রমাণ দিয়েছে, একটা সর্বনাশ আসছে। তাই সরকারকে সরানোর কোনো বিকল্প নেই।’

গণসমাবেশে বক্তব্য দেন গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর, যুগ্ম আহ্বায়ক রাসেদ খাঁন, ফারুক হাসান, আবু হানিফ, সাদ্দাম হোসেনসহ আরও অনেকে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877