স্বদেশ ডেস্ক:
বাংলাদেশি হজযাত্রীদের ফিরতি হজ ফ্লাইট আগামীকাল শনিবার (১৭ আগস্ট) থেকে শুরু হচ্ছে। হজযাত্রীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ফ্লাইটটি রাত ৮টা ৪০ মিনিটে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।
প্রথম দিন সৌদি এয়ার লাইন্সের ৭টি এবং বাংলাদেশ বিমানের ৫টি ফ্লাইটে দেশে ফিরবেন হাজিরা। পর্যায়ক্রমে বিভিন্ন ফ্লাইটে আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ফিরবেন তারা।
এ বছর সারা বিশ্ব থেকে সৌদি আরবে জড়ো হওয়া প্রায় ২০ লাখ ধর্মপ্রাণ মুসলমান গত ১০ আগস্ট হজ পালন করেছেন। এবার বাংলাদেশ থেকে ১ লাখ ২৬ হাজার ৯২৩ জন হজযাত্রী সৌদি আরব গেছেন।