শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০১:৪৬ অপরাহ্ন

করোনা আক্রান্ত ১০ লাখ, মৃত ৪ হাজার

করোনা আক্রান্ত ১০ লাখ, মৃত ৪ হাজার

স্বদেশ ডেস্ক:

বিশ্বজুড়ে মহামারী করোনাভাইরাসে ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১০ লাখের বেশি মানুষ। আর মারা গেছেন চার সহস্রাধিক।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, বাংলাদেশ সময় বৃহস্পতিবার সাড়ে ১০টায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৯ কোটি ২৪ লাখ ৮৭ হাজার ৮২৮ জন। মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৪ লাখ ৪৬ হাজার ২৭৮ জন। আর সুস্থ হয়েছেন ৫৬ কোটি ৪৩ লাখ ৬২ হাজার ৩৩৭ জন।

বিশ্বে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ মার্কিন যুক্তরাষ্ট্র। মৃত ও আক্রান্তে শীর্ষে আছে দেশটি। আক্রান্তের সংখ্যা নয় কোটি ৪৩ লাখ ৪৮ হাজার ৫০৭ জন। মৃতের সংখ্যা এক লাখ ৬০ হাজার ৭৫৫ জন।

মৃত ও আক্রান্তে দ্বিতীয় স্থানে আছে প্রতিবেশী দেশ ভারত। আক্রান্ত হয়েছেন মোট চার কোটি ৪২ লাখ ছয় হাজার ৯৯৬ জন। মারা গেছেন পাঁচ লাখ ২৬ হাজার ৮৭৯ জন।

তৃতীয় স্থানে আছে ফ্রান্স। আক্রান্তের সংখ্যা তিন কোটি ৪১ লাখ ৪৪ হাজার ৯৬৯ জন। মারা গেছেন এক লাখ ৫২ হাজার ৯১০ জন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877