স্বদেশ ডেস্ক:
গাজা উপত্যকায় ইসরাইলি হামলা অব্যাহত রয়েছে। নিহতের সংখ্যা বেড়ে ২৪-এ দাঁড়িয়েছে। আশঙ্কা করা হচ্ছে, গাজায় আরেকটি বড় ধরনের যুদ্ধ হতে পারে।
ইসরাইলি জঙ্গিবিমানগুরো চারটি আবাসিক এলাকায় হামলা চালিয়েছে। সবগুলো স্থানই ইসলামিক জিহাদ যোদ্ধাদের এলাকা বলে পরিচিত। ইসলামিক জিহাদের সদস্য হিসেবে পরিচিত এক ব্যক্তির বাড়িতে দুটি বোমা ফেলেছে ইসরালি বিমান।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এখন পর্যন্ত হামলায় অন্তত ২৪ জন নিহত হয়েছে, আহত হয়েছে ২০৩ জন। হতাহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।
অন্যদিকে ইসলামিক জিহাদ ইসরাইলে চার শতাধিক রকেট নিক্ষেপ করেছে। এগুলোর বেশির ভাগই ধ্বংস করা হয়েছে। তবে লোকজনকে হামলা থেকে রক্ষা পেতে আশ্রয়কেন্দ্রে ছুটে যেতে হয়েছে। কেউ মারাত্মক হতাহত হয়েছে বলে জানা যায়নি বলে ইসরাইলি অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে।
সূত্র : আলজাজিরা