স্বদেশ ডেস্ক:
জ্বালানি তেলের দাম বাড়ায় তেলের পাম্প ও খুচরা দোকানে ক্রেতা সংকট দেখা দিয়েছে। আজ শনিবার সকাল থেকেই পাম্পগুলোতে ক্রেতাদের তেমন ভিড় লক্ষ্য করা যায়নি। নির্ধারিত দামেই জ্বালানি বিক্রি করছেন বিক্রেতারা।
পাম্প কর্তৃপক্ষ জানায়, তেলের দাম বাড়ার খবরে গতকাল শুক্রবার রাতে ক্রেতাদের উপচে পড়া ভিড় থাকলেও সকাল থেকে তেমন ক্রেতা নেই।
বাইক চালক সোহেব ও নাজিম বলেন, তেলের দাম বাড়ার খবর পেয়ে রাতে তেল কিনেছি, আমাদের মতো অনেক ক্রেতাই তেল কিনেছেন।
এদিকে ভোলার বেশিরভাগ তেলের পাম্প ও দোকানে ক্রেতা সংকট দেখা গেছে। তবে দাম দোকানগুলোতে নির্ধিরিত দামেই তেল বিক্রি হচ্ছে বলে জানায় ক্রেতা-বিক্রেতারা।