স্বদেশ রিপোর্ট:
নিউইয়র্ক সিটি সংলগ্ন লং আইল্যান্ডে সানকেন মেডো স্টেট পার্কে ৩১ জুলাই অনুষ্ঠিত হলো প্রবাসী শেরপুরবাসীদের জমজমাট বনভোজন। শেরপুর জেলা সমিতি আয়োজিত এ বনভোজনে শতশত শেরপুরবাসীসহ বিভিন্ন জেলার গণমান্য ব্যক্তিবর্গ অংশ নেন। বেলুন উড়িয়ে বনভোজনের উদ্বোধন ঘোষণা করেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও শেরপুরের সাংবাদিক আবুল কাশেম।
উদ্বোধনী অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনায় স্বাগত বক্তব্য দেন প্রধান অতিথি জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশন (জেবিবিএ) প্রেসিডেন্ট গিয়াস আহমেদ। ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স এ্যান্ড টেকনোলজির চ্যান্সেলর ইঞ্জিনিয়ার আবুবকর হানিপ সকলকে শুভেচ্ছা জানান।
এসময় উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক সচিব (অবঃ) একেএম বদরুল মজিদ, সংগঠনের প্রধান উপদেষ্টা ও বনভোজনের উদ্বোধক সাংবাদিক আবুল কাশেম, সংগঠনের সভাপতি রাশেদ মামুন, সাধারণ সম্পাদক মোস্তফা সাদী, প্রধান সমন্বয়কারী ছাবেরা জামান চৌধুরী, খ্যাতনামা অর্থনীতিবিদ ড. বিরুপাক্ষ পাল, যুক্তরাষ্ট্র সেক্টর কমান্ডারস ফোরামের প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা লাবলু আনসার, আবাসন ব্যবসায়ী মোর্শেদা জামান, জয় টেক ইলেক্টনিক্সের কর্ণধার শ্যামল নাথ, বিসমিল্লাহ লাইভ পোল্ট্রি ফার্মের আব্দুস সালাম ভূইয়া, আহ্বায়ক শহিদুল আলম শাহীন, সদস্য সচিব রেখা বেগম ডলি, যুগ্ম আহবায়ক ছামেদুল হক ঝন্টু, যুগ্ম সদস্য সচিব অলিভার চৌধুরী (নাইছ), বনভোজন কমিটির আহ্বাবায়ক মো. সিরাজুল ইসলাম ও সদস্য সচিব মো. ছামেদুল হক ঝন্টু প্রমুখ।
বনভোজনে খেলাধুলা পর্বে ছিল শিশুদের দৌড় প্রতিযোগিতা, পুরুষদের চোখ বেঁধে হাড়িভাঙ্গা, মহিলাদের বালিশ খেলা ও র্যাফেল ড্র। প্রথম পুরস্কার স্পন্সর করেন মার্কস হোমকেয়ারের কর্ণধার ইঞ্জিনিয়ার মাহফুজুল হক। আরও ছিল ল্যাপটপ, সোনার চেইন, টিভিসহ মোট ২১টি পুরস্কার। অনুষ্ঠানে আমন্ত্রিত শিল্পী কৌশলী ইমাসহ প্রবাসী শেরপুর জেলার শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন।