মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫, ০৮:৩৩ পূর্বাহ্ন

উন্নত দেশের মতো আমাদেরও জ্বালানি সাশ্রয়ী হতে হবে: শেখ হাসিনা

উন্নত দেশের মতো আমাদেরও জ্বালানি সাশ্রয়ী হতে হবে: শেখ হাসিনা

স্বদেশ ডেস্ক:

উন্নত দেশের মতো আমাদেরও জ্বালানি সাশ্রয়ী হতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপজেলা পর্যায়ে ৪০টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ও চট্টগ্রামে একটি ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি স্থাপনের অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, সারাবিশ্বের মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। উন্নত দেশগুলো জ্বালানি সাশ্রয়ের উদ্যোগ নিয়েছে, আমরাও নিয়েছি।

তিনি আরও বলেন, আমাদের করোনা ভাইরাস আমাদের মোকাবিলা করতে হয়েছে। এরপর শুরু হয়েছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। এই যুদ্ধে আমি দেখতে পাচ্ছি যারা অস্ত্র উৎপাদন করে তারাই লাভবান হচ্ছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877