বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ১২:২১ অপরাহ্ন

ক্রিকেট রাশিয়ার সদস্যপদ বাতিল করলো আইসিসি

ক্রিকেট রাশিয়ার সদস্যপদ বাতিল করলো আইসিসি

স্পোর্টস ডেস্ক;

ক্রিকেট রাশিয়ার সহযোগী সদস্যপদ বাতিল করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার বেঁধে দেওয়া নিয়ম লঙ্ঘন করায় এই শাস্তি পেল দেশটি।

বার্মিংহামে আইসিসির এক বোর্ড সভায় এমন সিদ্ধান্ত জানানো হয়। একই সভায় আইসিসির নতুন সহযোগী সদস্য পদ পেয়েছে কম্বোডিয়া, উজবেকিস্তান ও আইভরি কোস্ট। এ নিয়ে আইসিসির মোট সদস্য সংখ্যা দাঁড়ালো ১০৮। যার মধ্যে সহযোগী দেশ হলো ৯৬টি।

এর আগে, ২০১৯ সালে আইসিসির নিয়ম লঙ্ঘন করায় রাশিয়ার সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল। দেশটির বিরুদ্ধে অভিযোগ ছিল বোর্ড পরিচালনার নানাবিধ শর্তসহ অন্যান্য মানদণ্ড তারা পূরণ করতে পারেনি।

এদিকে, আইসিসির সহযোগী সদস্য হতে আবেদন করলেও এখনই হচ্ছে না ইউক্রেনের।  আইসিসি জানায়, যতদিন পর্যন্ত না রাশিয়ার আগ্রাসন থেকে দেশটির ক্রিকেট নিরাপদে ফিরতে পারবে, ততদিন আবেদনের বিষয়টি স্থগিত থাকবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877