শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ১১:৫৩ অপরাহ্ন

পিএসজি’তে মেসির সাথে খেলতে চাই : নেইমার

পিএসজি’তে মেসির সাথে খেলতে চাই : নেইমার

স্বদেশ ডেস্ক:

ফরাসি চ্যাম্পিয়ন পিএসজিতেই থাকার আগ্রহ প্রকাশ করেছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। ফরাসি ক্লাবটির হয়ে পাঁচ বছর কাটানোর পর এখন আর নতুন করে কারো কাছে নিজেকে প্রমাণের কোনো প্রয়োজনীয়তা অনুভব করছেন না এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

৩০ বছর বয়সী নেইমার বলেছেন পিএসজির কেউই এখনো তার সাথে ভবিষ্যৎ নিয়ে কোনো ধরনের আলোচনা করেনি। কিন্তু তিনি এই ক্লাবে লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পের সাথে খেলা চালিয়ে যেতে চান।

গতকাল জে-লিগের ক্লাব উরাওয়া রেডসের বিপক্ষে প্রাক-মৌসুম জাপান সফরে ৩-০ গোলে জয়ের পর নেইমার বলেছেন, ‘আমি এখনো এই ক্লাবেই থাকতে চাই। এখনো পর্যন্ত অবশ্য এ বিষয়ে ক্লাবের পক্ষ থেকে কোনো কিছু আমাকে বলা হয়নি। সে কারণেই আমাকে নিয়ে তাদের পরিকল্পনা কি সে বিষয়ে কিছু জানা যাচ্ছে না। কারো কাছে নিজেকে প্রমাণের আর কিছু নেই। এই মুহূর্তে আমি শুধুমাত্র ফুটবল খেলে যেতে চাই। ফুটবল খেলার মধ্য দিয়েই খুশি থাকতে চাই।’

শনিবারের ম্যাচটিতে মেসির সাথে বদলী হিসেবে খেলতে নেমে ৩০ মিনিট মাঠে ছিলেন নেইমার। এখনো তিনি নিজেকে ফিট দাবি করে বলেছেন নতুন কোচ ক্রিস্টোফে গালটিয়ার তার পারফরমেন্সে সন্তুষ্ট কিনা তা নিয়ে বলার সময় এখনো আসেনি। গত মৌসুমের শেষে নিস থেকে পিএসজিতে কোচ হিসেবে যোগ দিয়েছেন গালটিয়ার।

এদিকে পিএসজি বস গালটিয়ার বলেছেন, নেইমার ভাল করছে। প্রাক-মৌসুমে তাকে দেখে অনেক বেশি ফিট মনে হচ্ছে। ট্রান্সফার উইন্ডো বন্ধ হওয়ার আগে ক্লাবের ভবিষ্যত সম্পর্কে জানা যাবে। সে ক্লাব ছেড়ে যাবে নাকি এখানেই থাকবে সে সম্পর্কে আমরা ওই সময় ঘোষণা দিব। আমি এখনো নেইমারের সাথে এ বিষয়ে কথা বলিনি। কিন্তু ক্লাব তার সম্পর্কে কি বলছে সেটা নিয়ে নেইমার একেবারেই চিন্তিত নন।’

জাপান সফরে এ নিয়ে দুটি ম্যাচেই জয়ী হলো পিএসজি। কাল পিএসজির হয়ে গোল পেয়েছেন এমবাপ্পে। বুধবার প্রথম ম্যাচে কাওয়াসাকি ফ্রন্টেলের বিপক্ষে ২-১ গোলে কষ্টার্জিত জয়ের ম্যাচটি থেকে এমবাপ্পেই মূল একাদশে জায়গা ধরে রেখেছিলেন। ৩৫ মিনিটে কোনাকুনি এ্যাঙ্গেল থেকে এমবাপ্পে ব্যবধান দ্বিগুন করেন।

তার আগে পাবলা সারাবিয়া ১৬ মিনিটে পিএসজি’কে এগিয়ে দিয়েছিলেন। ৭৬ মিনিটে পিএসজির হয়ে তৃতীয় গোলটি করেন আরনাড কালিমুয়েন্ডো।

সোমবার সফরের শেষ ম্যাচে গাম্বা ওসাকার মোকাবেলা করবে ফরাসি চ্যাম্পিয়নরা।

মধ্যমাঠে কাল মাত্র ১৬ বছর বয়সী ফরাসি মিডফিল্ডার ওয়ারেন জেইরে-এমেরির পিএসজির জার্সি গায়ে অভিষেক হয়েছে। তার সাথে মধ্যমাঠে আরো ছিলেন মার্কো ভেরাত্তি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877