স্বদেশ ডেস্ক:
পটুয়াখালী সদর উপজেলায় ডাকাতির মামলায় সাজা মাথায় নিয়ে পলাতক এক আসামি পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। নিহতের নাম- চান মিয়া হাওলাদার (৪২)।
পুলিশের দাবি, নিহত চান মিয়া একটি ‘আন্তঃজেলা ডাকাত দলের’ সর্দার ছিলেন। বরগুনা সদর থানার একটি ডাকাতির মামলায় ১০ বছর ৬ মাসের সাজা মাথায় নিয়ে তিনি পলাতক ছিলেন। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে ৩০টি মামলা রয়েছে।
গতকাল শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের বল্লভপুর এলাকায় এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহত চান মিয়া হাওলাদারের বাড়ি বরগুনা জেলার আমতলী উপজেলার পশ্চিম কলাগাছিয়া গ্রামে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, গোপন সংবাদে শুক্রবার দিবাগত গভীর রাতে সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের করমজাতলা এলাকায় অভিযানে যায় পুলিশ। এ সময় বল্লভপুর এলাকায় আগে থেকেই অবস্থান নিয়ে থাকা ১০-১২ জন ডাকাত পুলিশকে লক্ষ্য করে গুলি করে। পুলিশও তখন পাল্টা গুলি চালায়। এতে ডাকাত সর্দার চান মিয়া ঘটনাস্থলেই মারা যায়।
এই অভিযানে ওসি মোস্তাফিজুর রহমান নিজে এবং আরও তিন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে দাবি করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে একটি পাইপগান ও সাতটি দা উদ্ধার করা হয়েছে।
নিহত চাঁন মিয়ার মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।