স্পোর্টস ডেস্ক:
এই ঘোষণার জন্য প্রস্তুত ছিলেন না কেউই। বৃহস্পতিবার আমচকাই ঘোষণাটা দিয়ে বসলেন দক্ষিণ আফ্রিকার দুর্দান্ত ব্যাটসম্যান হাশিম আমলা। জানালেন আন্তর্জাতিক ক্রিকেট থেকেই অবসর নিচ্ছেন তিনি।
১৫ বছরের ক্যারিয়ারের সমাপ্তিটা কেন হঠাত করে নিলেন ৩৬ বছর বয়সী এই ক্রিকেটার?
এ বিষয়ে কিছু বলেননি আমলা। তবে ২২ গজের এই যাত্রায় ভক্তরা সব সময় পাশে থাকায় ধন্যবাদ জানিয়েছেন। বলেছেন, ‘কঠিন সময়ে আমাকে উতসাহ দেয়ার জন্য ভক্তদের ধন্যবাদ এবং যে সময় আমি সফল হয়েছি তখন একসাথে উদযাপন করার জন্যও ধন্যবাদ।’
বলে রাখা ভালো, আমলার অবসরের দুই দিন আগে দলটির দুর্ধর্ষ পেসার ডেল স্টেইন অবসরের ঘোষণা দেন।
২০০৪ সালে ভারতের বিপক্ষে কলকাতায় টেস্টে অভিষেক হয় হাশিম আমলার। দক্ষিণ আফ্রিকার একমাত্র ত্রিপল টেস্ট সেঞ্চুরিয়ান তিনি। ওয়ানডে অভিষেক হয় ২০০৮ সালে। এক বছর পর টি-২০তে পা রাখেন। টেস্টে ১২৪টি ম্যাচে ৪৬.৬৪ গড়ে ৯২৮২ রান করেন তিনি। আর ১৮১ ওয়ানডে ম্যাচে ৪৯.৪৬ গড়ে ৮১১৩ এবং ৪৪টি টি-২০ ম্যাচে ৩৩.৬০ গড়ে করেন ১২৭৭ রান। টেস্টে ২৮টি সেঞ্চুরি করেন তিনি। এর মধ্যে ডাবল সেঞ্চুরি চারটি। আর ওয়ানডেতে সেঞ্চুরি হাঁকান ২৭টি।