হাকিকুল ইসলাম খোকন : শহীদ বঙ্গমাতা শেখ ফজিলতুন্নেছা মুজিব-এর ঊননব্বই তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে বঙ্গমাতা পরিষদের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ স ম আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য সাবেক কৃষি মন্ত্রী বেগম মতিয়া চৌধুরী এমপি, সভাপতি মন্ডলীর সদস্য, সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী এডভোকেট সাহারা খাতুন এমপি,সাংগঠনিক সম্পাদক, পানি সম্পদ উপমন্ত্রী একে এম এনামুল হক শামীম এমপি,সাবেক রেলমন্ত্রী এডভোকেট মুজিবুল হক এমপি, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহ সভাপতি নুরুল আমিন রুহুল এমপি,আওয়ামী লীগ নেতা এম এ করিম, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, বীর মুক্তিযোদ্ধা আকরাম হোসাইন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। আলোচনা সভাটি পরিচালনায় ছিলেন বঙ্গমাতা পরিষদের সাধারণ সম্পাদক এম আনিছুর রহমান।(খবর বাপসনিউজ) ।
বঙ্গবন্ধু গবেষণা পরিষদের আলোচনা সভা: তোপখানা রোডস্থ বাংলাদেশ প্রেস কাউন্সিল মিলনায়তনে বঙ্গবন্ধু গবেষণা পরিষদের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এডভোকেট আ ক ম মোজাম্মেল হক এমপি। প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মমতাজ উদ্দিন আহমেদ,বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় মেডিক্যাল প্রো-উপাচার্য অধ্যাপক ডাক্তার শহিদুল্লাহ সিকদার, আওয়ামী লীগ নেতা এম এ করিম বক্তব্য রাখেন। বঙ্গবন্ধু গবেষণা পরিষদের সভাপতি লায়ন গণি মিয়া বাবুলের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্য নেতৃবৃন্দ অংশ নেন।