স্বদেশ ডেস্ক: ভারতের মহারাষ্ট্রে ভারি বৃষ্টিপাত এবং বন্যায় অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়াও নদ-নদীর পানি বেড়ে যাওয়ায় প্লাবিত হয়েছে পাঁচটি জেলা। ফলে পানিবন্দী হয়ে পড়েছে অনেক মানুষ।
গতকাল বুধবার স্থানীয় কর্তৃপক্ষ জানায়, এখন পর্যন্ত পানিবন্দী প্রায় এক লাখ ৪০ হাজারেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের তথ্যমতে, কোলহাপুরের মতো কিছু জেলায় এক সপ্তাহে ৬৭০ মিলিমিটারের মতো বৃষ্টিপাত হয়। পরে কয়েকটি বাঁধে অতিরিক্ত পানি জমা হলে কর্তৃপক্ষ পানি ছেড়ে দেয়, এতে ওই এলাকার নদীগুলোতে বন্যা পরিস্থিতি দেখা দেয়।
দেশটির আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, পরবর্তী তিন দিনও ওই এলাকায় ভারি বৃষ্টিপাত হতে পারে। এ কারণে আগাম সতর্কতা হিসেবে কর্তৃপক্ষ হেলিকপ্টারযোগে ওই এলাকাগুলোতে আরও উদ্ধারকারী দল পাঠিয়েছে।
এ ছাড়াও মুম্বাই ও ব্যাঙ্গালোরের মধ্যবর্তী একটি মহাসড়কের কয়েকটি অংশ ডুবে যাওয়ায় আটকা পরে আছে হাজার হাজার ট্রাক।
বন্যা প্লাবিত জেলাগুলোর স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করেছে স্থানীয় কর্তৃপক্ষ।