শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ০৫:০২ পূর্বাহ্ন

চাঁপাই সম্রাটের দাম হাঁকা হয়েছে ৩০ লাখ

চাঁপাই সম্রাটের দাম হাঁকা হয়েছে ৩০ লাখ

স্বদেশ ডেস্ক:

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় প্রস্তুত করা হয়েছে সারা দেশের সেরা ও সবচেয়ে বড় কুরবানির গরু চাঁপাই সম্রাটকে।

সরেজমিন শাহবাজপুর ইউনিয়নের হাজারবিঘী গ্রামে গিয়ে দেখা গেছে, চাঁপাই সম্রাট নামের গরুটি ওজন ৪২ মণ এবং লম্বায় ২ ফুট ২ ইঞ্চি, বুকের বেড় ৮ ফুট ১১ ইঞ্চি এবং উচ্চতা ৬ ফুট। গরুটির বয়স ৫ বছর। দাম হাঁকা হয়েছে ৩০ লাখ টাকা।

গরুটির মালিক জুলফিকার আলী মেম্বারের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের হাজার বিঘী গ্রামে।

চাঁপাই সম্রাটের প্রতিদিনের খাবার তালিকায় রয়েছে গমের আটা, গমের ভুসি, খেসারি আটা, ছোলা-বুট, ভুট্টা, চালের খুদ, খৈল, ধানের গুড়া, মসুর ডাল, শুকনা খড় ও কাঁচা ঘাস। গরুটিকে এ পর্যন্ত মোটা-তাজা করণের জন্য কোনো ফিড, ওষুধ খাওয়ানো বা পুশ করা হয়নি।

এ ব্যাপারে চাঁপাই সম্রাটের মালিক জুলফিকার আলী মেম্বার জানান, তিনি শখের বশে প্রায় ৬ বছর আগে হলেস্টিয়ান ফ্রিজিয়াম জাতের একটি গাভী কিনেছিলেন। তারই এ বাচ্চা গরু ৫ বছর ধরে লালন-পালন করে এত বড় করেছেন।

এবারের কুরবানির বাজারে চাঁপাই সম্রাটকে বিক্রি করতে চান। যারা গরুটি কিনতে চান তাদের তিনি এ মোবাইল- ০১৭৪০-৮৮৪২৫৯ নম্বরে যোগাযোগের জন্য অনুরোধ করেছেন। গরুটিকে এক নজর‌ দেখার জন্য প্রতিদিন বিভিন্ন এলাকার শত শত মানুষ তার বাড়িতে ভিড় জমাচ্ছেন বলে জানা গেছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877