স্বদেশ ডেস্ক:
ভারতে পাচারের সময় যশোরের বেনাপোলে ১০টি সোনার বারসহ মনিরুজজামান (৪০) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
রোববার সকালে বেনাপোলের নাভারন এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি বেনাপোল পোর্ট থানার নামাজ গ্রামের শের আলীর ছেলে।
এ তথ্য নিশ্চিত করেছেন যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ঢাকা থেকে সোনার চালান নিয়েম নিরুজজামান নামে একজন পাচারকারী গাড়ি করে বেনাপোলের দিকে আসছে। এ ধরনের সংবাদের ভিত্তিতে নাভারন বাজারে গাড়িটি থামিয়ে তাকে তল্লাশি করে ১০টি সোনারবারসহ আটক করা হয়। তার বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হবে।