সোমবার, ২০ মে ২০২৪, ০৭:১২ পূর্বাহ্ন

কুসিক নির্বাচন : কাউন্সিলর হলেন যারা

কুসিক নির্বাচন : কাউন্সিলর হলেন যারা

স্বদেশ ডেস্ক:

কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) নির্বাচনে নগরীর ২৭টি ওয়ার্ডের বিজয়ী কাউন্সিলর পদপ্রার্থীদের নাম ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা মোঃ শাহেদুন্নবী চৌধুরী।

বুধবার ভোটগ্রহণ শেষে রাতে জেলা শিল্পকলা একাডেমিতে এই ফলাফল ঘোষণা করা হয়।

কাউন্সিলর পদে বিজয়ীরা হলেন:

১ নম্বর ওয়ার্ডে বিজয়ী কাজী গোলাম কিবরিয়া পেয়েছেন ২৬২১ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী আবুল হোসাইন ছোটন পেয়েছেন ২২৪৪ ভোট। ২ নম্বর ওয়ার্ডে বিজয়ী গাজী গোলাম সারোয়ার পেয়েছেন ১৩২১ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী মাসুদুর রহমান মাসুদ পেয়েছেন ৯৬০ ভোট। ৩ নম্বর ওয়ার্ডে বিজয়ী সরকার মাহমুদ জাভেদ পেয়েছেন ৩৫১৫ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ মুরাদ মিয়া পেয়েছেন ২১৯০ ভোট।

৪ নম্বর ওয়ার্ডে বিজয়ী মোঃ নাছির উদ্দিন নাজিম পেয়েছেন ১৭৫৩, নিকটতম প্রতিদ্বন্দ্বী কবির আহমেদ পেয়েছেন ১৪১৬ ভোট। ৫ নম্বর ওয়ার্ডে বিজয়ী সৈয়দ রায়হান (বিনা প্রতিদ্বন্দ্বিতায়)। ৬ নম্বর ওয়ার্ডে বিজয়ী মোঃ আমিনুল ইকরাম পেয়েছেন ২৯৯৮, নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ মোশারফ হোসেন পেয়েছেন ২২১২ ভোট।

৭ নম্বর ওয়ার্ডে বিজয়ী আবদুর রহমান পেয়েছেন ২৪০৮ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ শাহ আলম খান পেয়েছেন ২০১৪ ভোট। ৮ নম্বর ওয়ার্ডে বিজয়ী মোঃ একরাম হোসেন বাবু পেয়েছেন ২১৪১ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ জহিরুল কামাল পেয়েছেন ১৮৬৭ ভোট। ৯ নম্বর ওয়ার্ডে বিজয়ী জমির উদ্দিন খান জম্পি পেয়েছেন ১০৯৮ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ কাউসার পেয়েছেন ৬৪৭ ভোট। ১০ নম্বর ওয়ার্ডে মঞ্জুর কাদের মনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন।

১১ নম্বর ওয়ার্ডে বিজয়ী হাবিবুর আল আমিন সাদী পেয়েছেন ২৮২৭ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী একে এম সিদ্দিকুর রহমান ৬০১ ভোট। ১২ নম্বর ওয়ার্ডে বিজয়ী কাজী জিয়াউল হক পেয়েছেন ২১৩৮ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছেন মোঃ ইমরান ১৭০৩ ভোট। ১৩ নম্বর ওয়ার্ডে বিজয়ী মোঃ রাজিউর রহমান পেয়েছেন ২৫৪৬ ভোট, নিকটতম মোঃ শাখাওয়াত উল্যাহ পেয়েছেন ২১৩৩ ভোট। ১৪ নম্বর ওয়ার্ডে বিজয়ী আবুল কালাম আজাদ পেয়েছেন ৪২৪২ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ সেলিম খান পেয়েছেন ১১৯২।

১৫ নম্বর ওয়ার্ডে বিজয়ী সাইফুল বিন জলিল পেয়েছেন ১৫৮০ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ হুমায়ুন কবির পেয়েছেন ১৪৭৯ ভোট। ১৬ নম্বর ওয়ার্ডে বিজয়ী জাহাঙ্গীর হোসেন বাবুল পেয়েছেন ২৫৭৭ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ আমির হোসেন পেয়েছেন ১৪৬৫ ভোট। ১৭ নম্বর ওয়ার্ডে বিজয়ী হানিফ মাহমুদ পেয়েছেন ২৩০৬ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী রুনা বেগম পেয়েছেন ২২০৮ ভোট। ১৮ নম্বর ওয়ার্ডে বিজয়ী মোঃ শওকত আকবর পেয়েছেন ৩২২৬ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী আফসান মিয়া পেয়েছেন ২৪২৪ ভোট।

১৯ নম্বর ওয়ার্ডে বিজয়ী রেজাউল করিম পেয়েছেন ১৩৬৮ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী আলমগীর রহমান পেয়েছেন ১০৭৬ ভোট। ২০ নম্বর ওয়ার্ডে বিজয়ী মোঃ আনোয়ার হোসেন পেয়েছেন ৩০১১ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ হারুনুর রশিদ পেয়েছেন ১৫৯৫ ভোট। ২১ নম্বর ওয়ার্ডে বিজয়ী কাজী মাহবুবুর রহমান পেয়েছেন ৩৬৬২ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী গোলাম মোস্তফা মজুমদার পেয়েছেন ৩২০২। ২২ নম্বর ওয়ার্ডে বিজয়ী মোঃ আজাদ হোসেন পেয়েছেন ৪৫৯৯ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ শাহ আলম মজুমদার পেয়েছেন ১৮৮৮ ভোট।

২৩ নম্বর ওয়ার্ডে বিজয়ী মোঃ আনিসুজ্জামান পেয়েছেন ১২৯৮ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী আলমগীর হোসেন পেয়েছেন ১১২৬। ২৪ নম্বর ওয়ার্ডে বিজয়ী মোঃ মহিবুর রহমান পেয়েছেন ২২২৭ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ মোস্তফা কামাল পেয়েছেন ১৫২২। ২৫ নম্বর ওয়ার্ডে বিজয়ী মোঃ এমদাদ উল্যাহ পেয়েছেন ১০০৭ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী মাঃ খলিলুর রহমান মজুমদার পেয়েছেন ৯৩১। ২৬ নম্বর ওয়ার্ডে বিজয়ী আবদুস সাত্তার পেয়েছেন ২১৩৭ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী কামাল হোসেন পেয়েছেন ১৫২৫ ভোট। ২৭ নম্বর ওয়ার্ডে বিজয়ী আবুল হাসান পেয়েছেন ২০৫৩ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী সাইফুল হক চৌধুরী পেয়েছেন ১৭৯০ ভোট।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877