শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ০৯:২২ পূর্বাহ্ন

জম্মু ও কাশ্মীরের মানুষকে ৫ ভাষায় বার্তা মোদির

জম্মু ও কাশ্মীরের মানুষকে ৫ ভাষায় বার্তা মোদির

স্বদেশ ডেস্ক: জম্মু ও কাশ্মীরে সংবিধানের ৩৭০ ধারায় ‘বিশেষ মর্যাদা’ বাতিল করেছে নরেন্দ্র মোদীর সরকার। যেখানে লাদাখ ও জম্মু-কাশ্মীরকে আলাদা আলাদা অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়েছে। আর এই দুই অঞ্চলই কেন্দ্র দ্বারা নিয়ন্ত্রিত হবে।

জম্মু ও কাশ্মীরের মানুষকে আশ্বস্ত করে আলাদা পাঁচটি ভাষায় টুইট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইংরেজি, হিন্দি, উর্দু, পাঞ্জাবি, লাদাখি এই পাঁচ ভাষায় টুইট করেন তিনি। লোকসভায় ৩৭০ ধারা বাতিল করার পক্ষে বিল পাস করার পরেই এসব বার্তা পাঠান তিনি।

৩৭০ ধারা বাতিল প্রসঙ্গে মোদী লিখেছেন, ‘আমরা একসঙ্গে বেড়ে উঠব, একসঙ্গে ১৩০ কোটির স্বপ্নপূরণ করব। আমাদের সংসদীয় গণতন্ত্রে জম্মু ও কাশ্মীর নিয়ে ঐতিহাসিক বিল পাস হয়ে গিয়েছে।’

টুইটে তিনি আরো লিখেন, ‘যথোপযুক্ত সময় এলে পরিস্থিতির উন্নতি হলে জম্মু ও কাশ্মীর ফের রাজ্যে পরিণত হবে। সরকারও চায় না কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চল থাক। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই বিবৃতিকে স্বাগত জানিয়েছেন স্থানীয় মানুষ। জম্মু, কাশ্মীর ও লাদাখের মানুষের সাহসকে অভিনন্দন জানাচ্ছি। অনেক বছর ধরে কয়েকটি স্বার্থান্বেষী দল যারা ইমোশনাল ব্ল্যাকমেইলে করে আসছিল। এখন শুধু ভালো আগামীর অপেক্ষা।’

এছাড়া লাদাখ আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল হওয়ায় সেখানকার মানুষদের বিশেষ অভিনন্দন জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877