মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫, ১০:১১ পূর্বাহ্ন

৫০ হাজার ঘুষ দিলে মিলবে ছেলের লাশ, টাকা জোগাড়ে ভিক্ষা দম্পতির

৫০ হাজার ঘুষ দিলে মিলবে ছেলের লাশ, টাকা জোগাড়ে ভিক্ষা দম্পতির

স্বদেশ ডেস্ক:

হাসপাতালে পড়ে ছেলের মৃতদেহ। সেই মৃতদেহ হাসপাতাল থেকে ছাড়াতে ভিক্ষার ঝুলি হাতে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন মা-বাবা। কারণ, হাসপাতালের কর্মচারী প্রৌঢ় দম্পতিকে জানিয়ে দিয়েছেন ৫০ হাজার টাকা ‘ঘুষ’ দিলেই মিলবে ছেলের মরদেহ। ঘুষের টাকা জোগাড় করতে তাই ভিক্ষার পথ বেছে নিয়েছেন অসহায় দম্পতি। ঘটনাটি ভারতের বিহারের সমস্তিপুরের।

ইকোনমিকস টাইমসের খবরে বলা হয়েছে, মহেশ ঠাকুর ও তার স্ত্রীর ভিক্ষা চাওয়ার একটি ভিডিও ভাইরাল হওয়ার পর তোলপাড় শুরু হয়। মহেশ বলেন, ‘কিছুদিন আগে আমাদের ছেলে নিখোঁজ হয়ে যায়। পরে একজনের ফোনে জানতে পারি, সমস্তিপুরের সদর হাসপাতালে ওর মৃতদেহ পড়ে আছে। হাসপাতালের এক কর্মী জানিয়েছেন ৫০ হাজার টাকা না দিলে ছেলের দেহ ফিরে পাওয়া যাবে না।’

এ ঘটনা প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসেছে হাসপাতাল কর্তৃপক্ষ। তারা জানিয়েছেন, ওই কর্মীর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

সমস্তিপুর সদর হাসপাতালের চিকিৎসক এস কে চৌধুরী বলেন, এটি লজ্জাজনক ঘটনা। এ ঘটনায় জড়িতরা রেহাই পাবে না।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877