মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:০৮ অপরাহ্ন

করোনায় আক্রান্ত ৩ লাখ ৯১ হাজার, মৃত ৯০৫

করোনায় আক্রান্ত ৩ লাখ ৯১ হাজার, মৃত ৯০৫

স্বদেশ ডেস্ক:

মহামারী করোনাভাইরাসে ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন তিন লাখ ৯১ হাজার ১৯৬ জন। আর মারা গেছেন ৯০৫ জন।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, রোববার সকাল ১০টা পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৩ কোটি ৫১ লাখ ৬১ হাজার ৪০৪ জন। মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৩ লাখ ১৯ হাজার ৯৩৭ জন। আর মোট সুস্থ হওয়া মানুষের সংখ্যা ৫০ কোটি ৫৯ লাখ ৬৫ হাজার ৩৪ জন।

এ পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে আট কোটি ৬৫ লাখ তিন হাজার ৫৭ জন। মোট মারা গেছেন ১০ লাখ ৩৩ হাজার ৫৭১ জন।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন চার কোটি ৩১ লাখ ৭৮ হাজার ৮০ জন। মৃত্যু হয়েছে পাঁচ লাখ ২৪ হাজার ৬৯২ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন তিন কোটি ১১ লাখ ৫৩ হাজার ৬৯ জন। ছয় লাখ ৭০ হাজার ৪৪ জন মারা গেছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877