স্বদেশ ডেস্ক: ফিলিপাইন সরকার সে দেশে ডেঙ্গু প্রতিষেধক ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। দেশটিতে এ বছর মশাবাহিত ডেঙ্গু রোগে শত শত লোক মারা গিয়েছে।
স্বাস্থ্য সচিব ফ্রান্সিসকো ডুইকো এক সংবাদ সম্মেলনে ডেঙ্গুকে মহামারি হিসেবে ঘোষণা করেন। ডেঙ্গুর প্রাদুর্ভাব ৯৮ শতাংশ বেড়ে যাওয়ায় এ বছরের ১ জানুয়ারি থেকে গত ২০ জুলাই পর্যন্ত ১ লাখ ৪৬ হাজার ৬২ লোক ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছে। এর মধ্যে মারা গেছে ৬৬২ লোক।
ম্যানিলায় ২০১৬ এবং ২০১৭ সালে ৭ লাখ মানুষকে সরকার ডেঙ্গুভ্যাক্সিয়া টিকা দেয়। তাদের মধ্যে কয়েক ডজন শিশু মারা যায়। এর প্রেক্ষাপটে সরকার গত ফেব্রুয়ারিতে এই প্রতিষেধক বিক্রি, আমদানি ও বিতরণের ওপর নিষেধাজ্ঞা জারি করে।
স্বাস্থ্য সচিব বলেন, বৃহস্পতিবার সরকার ফরাসি ওষুধ কোম্পানি সানোফির ডেঙ্গু প্রতিষেধক বাজারে বিতরণের আবেদনটি বাতিল করে দিয়েছে। এই ভ্যাক্সিন ছোট শিশুদের মারাত্মক ক্ষতি করছে।
ফিলিপাইন ডেঙ্গু প্রতিষেধক ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপকারী বিশ্বে প্রথম দেশ। দেশটির সরকার ২০১৬ সালে একটি ক্যাম্পেইনের মাধ্যমে এই টিকাটি ব্যবহারে জনগণকে উদ্বুদ্ধ করেছিল।